কেন্দ্রীয়মন্ত্রিসভা

জ্যোতির্বিজ্ঞানে বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতার বিষয়ে ভারত ও স্পেনের মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষরের বিষয়টিতে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা

Posted On: 04 NOV 2020 3:37PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৪ নভেম্বর, ২০২০

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে জ্যোতির্বিজ্ঞানে বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতার বিষয়ে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স এবং ফ্রান্সের ইন্সটিটুটো দ্য অ্যাস্ট্রোফিজিকা দ্য কানারিস (আইএসি) ও গ্রান্টেকান এসএ (জিটিসি)-র মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষরের বিষয়টি জানানো হয়েছে।

এই সমঝোতাপত্রের ফলে, ১) নতুন বৈজ্ঞানিক গবেষণার ফলাফল, ২) নতুন প্রযুক্তি, ৩) বৈজ্ঞানিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি, ৪) যৌথ বৈজ্ঞানিক প্রকল্প ইত্যাদি নিয়ে কাজ করা হবে।

এই সমঝোতাপত্রের ফলে যৌথ গবেষণা প্রকল্প, প্রশিক্ষণ কর্মসূচি, সম্মেলন ইত্যাদিতে বৈজ্ঞানিক, ছাত্রছাত্রী ও প্রযুক্তিবিদরা অংশ নেবেন। এর ফলে, বৈজ্ঞানিক মেধা ও গবেষণার ভিত্তিতে বিভিন্ন প্রকল্পে সহায়তা করা হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলির মধ্যে টেলিস্কোপ প্রযুক্তি, রোবোটিক্স টেলিস্কোপ এবং অন্যান্য ক্ষেত্রে প্রযুক্তি উদ্ভাবনে একযোগে কাজের সুযোগ তৈরি হবে।

 

CG/CB/SB


(Release ID: 1670172) Visitor Counter : 143