শিল্পওবাণিজ্যমন্ত্রক

ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর বিনিয়োগ সংক্রান্ত যৌথ কর্মীগোষ্ঠীর অষ্টম উচ্চস্তরীয় বৈঠক

Posted On: 03 NOV 2020 5:21PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৩ নভেম্বর, ২০২০
 
 
 
কোভিড-১৯ মহামারীর প্রেক্ষিতে  ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর বিনিয়োগ সংক্রান্ত যৌথ কর্মীগোষ্ঠীর অষ্টম উচ্চস্তরীয় ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভারত এই বৈঠকের আয়োজন করে। রেল, শিল্প ও বাণিজ্য, উপভোক্তা ও গণবন্টন মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল এবং আবুধাবির এক্সিকিউটিভ কাউন্সিলের শেখ হামেদ বিন জায়েদ আল নাহিয়ান এই বৈঠকে যৌথভাবে পৌরহিত্য করেছেন। উভয় দেশের পদস্থ আধিকারিকরা বৈঠকে যোগ দেন।  
 
২০১২ সালে ভারত ও সংযুক্ত আমিরশাহীর মধ্যে দৃঢ় অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতে এই যৌথ কর্মীগোষ্ঠী গঠন করা হয়। ২০১৭-র জানুয়ারি মাসে ২টি দেশের মধ্যে সর্বাঙ্গীন কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর হওয়ার পর এই গোষ্ঠীর গুরুত্ব আরও বেড়েছে। উভয় পক্ষই কর্মীগোষ্ঠীর সাফল্যে সন্তোষ প্রকাশ করেছে এবং ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিনিয়োগকে ত্বরাণ্বিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে। এর জন্য নিয়মিত আলাপ-আলোচনা চালিয়ে যাওয়া হবে। 
 
দুই পক্ষই কোভিড-১৯ মহামারীর প্রেক্ষিতে উদ্ভুত পরিস্থিতিতে বিনিয়োগে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছে। কারণ এর মাধ্যমে অর্থনৈতিক কাজকর্মে গতি আসবে।  
 
উভয় পক্ষই ব্যবসা-বাণিজ্য ও আর্থিক সম্পর্ক দৃঢ় করার জন্য দুটি দেশের মধ্যে যেসব বাধা তৈরি হচ্ছে তা দূর করার বিষয়ে উদ্যোগী হওয়ার উপর গুরুত্ব দিয়েছে। এর মধ্যে অ্যান্টিডাম্পিং-এর জন্য কর এবং মাশুল ও নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধি-নিষেধের মতো বিষয়গুলি রয়েছে। দু পক্ষই এই সমস্যার সমাধানে আরও মতবিনিময়ের প্রশ্নে সহমত পোষণ করেছে। 
 
সংযুক্ত আরব আমিরশাহীর বিশেষ ডেস্ক- ইউএই প্লাস এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার পরিকাঠামোর বৈঠকে পর্যালোচনা করা হয়েছে। ২০১৮ সালে তৈরি এই ব্যবস্থাপনার সাহায্যে বিনিয়োগে উৎসাহ দেওয়া হয়ে থাকে।  
 
সংযুক্ত আরব আমিরশাহীর বিভিন্ন তহবিলের  ভারতে বিনিয়োগের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সেবির বিদেশী বিনিয়োগকারী নিয়ন্ত্রক ব্যবস্থাপনা ২০১৯এর প্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরশাহীর এদেশে বিনিয়োগের ক্ষেত্রে যেসব প্রসঙ্গগুলি উঠে এসেছে তা নিয়ে ভারত পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে। শ্রী গোয়েল জানিয়েছেন যৌথ কর্মীগোষ্ঠী দুটি দেশের কৌশলগত অংশীদারিত্বের একটি অভিন্ন অংশ। সংযুক্ত আরব আমিরশাহী ভারতীয় অর্থনৈতিতে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করছে এবং এদেশের উন্নয়নে এক মূল্যবান শরিক। মিস্টার আল নাহিয়ান জানিয়েছেন, গত ৮ বছর ধরে এই কর্মীগোষ্ঠী তাদের অঙ্গীকার পালনে সফল হয়েছে। তাঁরা বিশ্বাস করেন সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির  জন্য যে সমস্যাগুলি দেখা দিয়েছে সেগুলি থেকে বেরিয়ে আসা যাবে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আগামী বছরগুলিতে আরও বৃদ্ধি পাবে। 
 
 
 
CG/CB/NS

(Release ID: 1669891) Visitor Counter : 244