প্রতিরক্ষামন্ত্রক

পদাতিক বাহিনী দিবস উদযাপন

Posted On: 27 OCT 2020 3:20PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ অক্টোবর, ২০২০

 

আজ পদাতিক বাহিনী দিবস। ভারতীয় সেনাবাহিনীর বৃহত্তম যুদ্ধ বাহিনী পদাতিক সৈন্যবাহিনীর অবদানের কথা স্মরণে রেখে প্রতি বছর এই দিনটি পদাতিক বাহিনী দিবস হিসেবে উদযাপন করা হয়। ১৯৪৭ সালে আজকের দিনেই ভারতীয় সেনাবাহিনীর পদাতিক সৈন্যরা প্রথম শ্রীনগর বিমানবন্দরে অবতরণ করেছিলেন এবং বিপুল পরাক্রমে শ্রীনগরের উপকন্ঠ থেকে পাকিস্তানী আক্রমণকারী সৈন্যবাহিনীকে হটিয়ে দিয়ে জম্মু-কাশ্মীর রাজ্যকে আক্রমণকারীদের কাছ থেকে উদ্ধার করেছিলেন। এই ঘটনার স্মরণে ২৭ অক্টোবর দিনটি পদাতিক সৈন্যবাহিনী দিবস হিসেবে উদযাপিত হয়ে থাকে।

 

পদাতিক সৈন্যবাহিনী দিবস উদযাপনের অঙ্গ হিসেবে আজ জাতীয় যুদ্ধ স্মৃতি স্মারকে পুষ্পার্ঘ্য অর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতির সেবায় বিভিন্ন যুদ্ধক্ষেত্রে দেশের জন্য যেসব সেনা আত্মত্যাগ করেছেন, তাঁদের প্রতি বিশেষ শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, সেনা প্রধান এম এম নারাভানে সহ সমস্ত আর্মি কম্যান্ডার এবং বিভিন্ন রেজিমেন্টের কর্ণেলরা উপস্থিত ছিলেন। তাঁরা সকলেই সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। 'অপারেশন বিজয়' এবং 'অপারেশন মেঘদূত'-এর ব্রিগেডিয়ার বীর চক্র (অবসরপ্রাপ্ত) উমেশ সিং বাওয়া সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ এদিন  জাতীয় যুদ্ধ স্মারক স্থলে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। অনুষ্ঠানে পদাতিক বাহিনীর প্রবীণ সদস্যরাও উপস্থিত ছিলেন। 

 

পদাতিক সৈন্যবাহিনীর মহানির্দেশক এক বার্তায় জানিয়েছেন যে, পদাতিক বাহিনীর সদস্যরা তাঁদের সাহস ও পেশাদারিত্বের সঙ্গে নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন। দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁরা দৃঢ় সঙ্কল্প বলেও জানিয়েছেন তিনি। 

 

CG/SS/DM



(Release ID: 1667905) Visitor Counter : 389