বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
রাসায়নিক পদার্থের মাধ্যমে হাত ধোওয়ার ঝামেলা থেকে মুক্তি দিতে চলেছে নতুন যুগের স্থিতিশীল সংক্রমণ প্রতিরোধী ব্যবস্থাপনা
Posted On:
26 OCT 2020 4:04PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৬শে অক্টোবর, ২০২০
কোভিড – ১৯ এর সংক্রমণ এড়ানোর জন্য রাসায়নিক সংক্রমণ প্রতিরোধী এবং সাবান দিয়ে ঘন ঘন হাত ধোওয়ার ফলে তকের আদ্রভাব নষ্ট হয়ে যায় এবং চুলকানি দেখা দেয়। এই সমস্যাগুলি থেকে মুক্তি দেওয়ার জন্য দেশে নানা প্রান্তে বেশ কয়েকটি প্রতিষ্ঠান উদ্যোগী হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর, বম্বে আইআইটি-র সোসাইটি ফর ইনোভেশন এন্ড এন্টারপ্রেনারশিপ-এর সহযোগিতায় ন্যাশনাল সায়েন্স এন্ড টেকনোলজি এন্টারপ্রেনারশিপ ডেভলপমেন্ট বোর্ড, কোভিড – ১৯ স্বাস্থ্য সঙ্কট থেকে বাঁচার জন্য লড়াই জোরদার করতে যে উদ্যোগ নিয়েছে, সেটি কবচ কর্মসূচী বলে পরিচিত। এই কর্মসূচীর আওতায় ১০টি সংস্থা নিরাপদে রোগ – প্রতিরোধ প্রযুক্তি উদ্ভাবন করেছে।
মুম্বাই ভিত্তিক নতুন উদ্যোগ সংস্থা ইনফোলেক্স ওয়াটার সিস্টেম, দূষিত জল এবং বর্জ্য জল পরিশোধন করে থাকে। এই সংস্থাটি অতিবেগুনী রশ্মির সাহায্যে সংক্রমণ মুক্ত করার যে ব্যবস্থা তৈরি করেছে, তার নাম বর্জ্য কবচ-ই। এখানে অতিবেগুনী রশ্মি, অত্যাধুনিক অক্সিডেশন ও স্থির তড়িৎ ব্যবস্থার সাহায্যে পিপিই কিট, চিকিৎসার সরঞ্জাম এবং অন্যান্য জিনিসকে সংক্রমণ মুক্ত করে সেগুলি আবার পুর্নব্যবহার উপযোগী করে তোলা যাচ্ছে।
কোয়েম্বাটুর ভিত্তিক এটাপিউরিফিকেশন পরিবেশ বান্ধব মাইক্রোক্যাভিটি প্লাজমা প্রযুক্তির মাধ্যমে সংক্রমণ মুক্ত করার একটি নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে। এই প্রযুক্তির সাহায্যে বাতাস থেকে সংক্রমিত উপাদান দূর করা যায়। একাজে ক্ষতিকারক রাসায়নিক পদার্থের প্রয়োজন হয় না।
চেন্নাই ভিত্তিক নতুন উদ্যোগ সংস্থা মাইক্রোগো একটি হ্যান্ড স্যানিটাইজার মেশিন উদ্ভাবন করেছে, যেটি ব্যবহারের জন্য কোনো জায়গা স্পর্শ করতে হয় না।
পুণে ভিত্তিক উইইনোভেট বায়োসলিউশন রুপোর ন্যানোপার্টিক্যালসের সাহায্যে অ্যালকোহল ভিত্তিক নয় এধরণের তরল স্যানিটাইজার তৈরি করেছে। দেখা গেছে, এই স্যানিটাইজার ভাইরাসের সংক্রমণ আটকায় এবং ভাইরাসের গ্লাইকো প্রোটিনকে অকেজো করে ভাইরাসটিকে নিষ্ক্রিয় করে তোলে।
লক্ষ্মৌ ভিত্তিক মাজের টেকনোলজি মাইক্রো ওয়েভের সাহায্যে এক ধরণের সংক্রমণ মুক্ত করার ব্যবস্থাপনা তৈরি করেছে। যার নাম অতুল্য। এছাড়াও ঐ সংস্থা, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারের পর পাওয়া ক্ষতিকর রাসায়নিক বর্জ্য পদার্থ গুলিকে সংক্রমণ মুক্ত করার জন্য অপটিমাজের নামে আরেকটি মাইক্রো ওয়েবভিত্তিক শীতল স্টেরিলাইজেশন যন্ত্র উদ্ভাবন করেছে। অতুল্যের সাহায্যে মাইক্রো ওয়েব অতিবেগুনী রশ্মির মাধ্যমে সংক্রমণ মুক্তের কাজ করে। অপটিমাজের পিপিই কিট এবং মাস্কে শীতল স্টেরিলাইজেশন প্রযুক্তির সাহায্যে সেগুলিকে পুর্নব্যবহারযোগ্য করে তোলে।
বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সচিব অধ্যাপক আশুতোষ শর্মা বলেছেন, এই সাফল্যগুলির মাধ্যমে ২০২০ সালের নতুন বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন নীতির পরিকল্পনা করতে সাহায্য করবে।
CG/CB/SFS
(Release ID: 1667658)
Visitor Counter : 256