ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
২০২০-২১ খরিফ বিপণন মরশুমে ন্যূনতম সহায়ক মূল্য কর্মসূচি
Posted On:
24 OCT 2020 4:14PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ অক্টোবর, ২০২০
২০২০-২১ চলতি খরিফ বিপণন মরশুমে কেন্দ্রীয় সরকার কৃষকদের কাছ থেকে বর্তমান ন্যূনতম সহায়ক মূল্য কর্মসূচি অনুযায়ী খরিফ শস্য সংগ্রহ পূর্ববর্তী বছরগুলির মতো এবারও অব্যাহত রেখেছে।
২০২০-২১ খরিফ বিপণন মরশুমে ধান উৎপাদনকারী রাজ্যগুলি থেকে গতকাল পর্যন্ত ১৩৫.৭২ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে যা গত বছরের তুলনায় ২৩.৯১ শতাংশ বেশি। মোট সংগৃহীত ধানের মধ্যে কেবল পাঞ্জাব থেকেই সংগ্রহ করা হয়েছে ৮৮.৪৪ লক্ষ মেট্রিক টন, যা মোট সংগ্রহের প্রায় ৬৫.১৬ শতাংশ। ইতিমধ্যেই চলতি খরিফ বিপণন মরশুমে ফসল সংগ্রহ অভিযান থেকে প্রায় ১১ লক্ষ ৫৭ হাজার কৃষক লাভবান হয়েছেন। ধান সংগ্রহবাবদ ২৫,৬২৫ কোটি ২৯ লক্ষ টাকা ন্যূনতম সহায়ক মূল্য হিসেবে কৃষকদের দেওয়া হয়েছে। এছাড়াও, একাধিক রাজ্যের প্রস্তাবের ভিত্তিতে চলতি খরিফ বিপণন মরশুমে ৪৫.১০ লক্ষ মেট্রিক টন ডালশস্য ও তৈলবীজ সংগ্রহে অনুমতি দেওয়া হয়েছে। ন্যূনতম সহায়ক কর্মসূচির আওতায় এই ডালশস্য ও তৈলবীজ তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, গুজরাট, হরিয়ানা প্রভৃতি রাজ্য থেকে সংগ্রহ করা হবে। এছাড়াও, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু ও কেরল থেকে ১.২৩ লক্ষ মেট্রিক টন কোপরা বা নারকেল ছিবড়ে সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সরকার নোডাল এজেন্সিগুলির মাধ্যমে গত ২৩ অক্টোবর পর্যন্ত ন্যূনতম সহায়ক মূল্য ৬ কোটি ৪৩ লক্ষ টাকার বিনিময়ে ৮৯৪.৫৪ মেট্রিক টন মুগ ডাল ও উরাদ সংগ্রহ করেছে। এর ফলে, তামিলনাড়ু, মহারাষ্ট্র ও হরিয়ানার ৮৭১ জন কৃষক লাভবান হয়েছেন। খরিফ ডালশস্য ও তৈলবীজ সংগ্রহের জন্য সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি প্রয়োজনীয় বন্দোবস্ত করছে।
ন্যূনতম সহায়ক মূল্য কর্মসূচির আওতায় তুলো সংগ্রহ অভিযান পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও মধ্যপ্রদেশে সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে। এই রাজ্যগুলি থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ৯৫,৭৮৬.০৮ লক্ষ টাকার বিনিময়ে ৩ লক্ষ ৩৯ হাজার ১৪৩টি বেল সংগ্রহ করা হয়েছে। এই পরিমাণ তুলো সংগ্রহের মাধ্যমে ৬৬ হাজারের বেশি কৃষক লাভবান হয়েছেন।
CG/BD/DM
(Release ID: 1667395)
Visitor Counter : 143