অর্থমন্ত্রক

পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির আওতায় এনপিএস এবং এপিওয়াই-এর গ্রাহকদের মাধ্যমে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের পরিমাণ ৫ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে

Posted On: 16 OCT 2020 10:11AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ অক্টোবর, ২০২০
 
 
 
অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট (এইউএম) থেকে প্রদেয় অর্থের পরিমাণ আজ ৫ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে বলে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে জানানো হয়েছে। জাতীয় পেনশন কর্মসূচি (এনপিএস) এবং অটল পেনশন যোজনা (এপিওয়াই)-র মাধ্যমে গ্রাহকদের প্রদেয় অর্থের পরিমাণ প্রথমবার ১২ বছরে ৫ লক্ষ কোটি টাকা অতিক্রম করেছে। 
 
এনপিএস-র গ্রাহক সংখ্যাতেও অগ্রগতি ঘটেছে। এই কর্মসূচিতে ৭০ লক্ষ ৪০ হাজার কর্মচারী যোগ দিয়েছেন। এর মধ্যে সরকারি ক্ষেত্রের কর্মীর সংখ্যা প্রায় ৪৬ লক্ষ এবং অসরকারি ক্ষেত্র থেকে কর্মী সংখ্যা ২৪ লক্ষ ২৪ হাজার। 
 
পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি গ্রাহকদের নাম নথিভুক্তিকরণ, কর্মসূচি থেকে তাঁদের প্রস্থান এবং অন্যান্য পরিষেবা প্রক্রিয়ার কাজে যুক্ত রয়েছে। কর্তৃপক্ষ একাধিক সহজ-সরল ব্যবস্থা অবলম্বনের ফলে গ্রাহক সংখ্যা দৈনিক বৃদ্ধি পাচ্ছে। এই লক্ষ্যে কর্তৃপক্ষ গ্রাহক-বান্ধব ব্যবস্থা গড়ে তোলার জন্য নিয়মিতভাবে নতুন নতুন পদ্ধতির উদ্ভাবন করছে। নতুন এই ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের সুবিধার্থে এককালীন পাসওয়ার্ড, অফলাইন আধার-ভিত্তিক যাচাইয়ের ব্যবস্থা, হিসাবনিকাশের কাজে তৃতীয় পক্ষের অন্তর্ভুক্তি, কেওয়াইসি যাচাইয়ের মতো একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 
পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি-র চেয়ারম্যান শ্রী সুপ্রতীম বন্দ্যোপাধ্যায় বলেছেন, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট-এর পরিমাণ ৫ লক্ষ কোটি অতিক্রম করা সংস্থার কাছে এক বড় সাফল্য। এ থেকেই প্রমাণিত হয়, পেনশন রেগুলেটরি ফান্ড তথা ন্যাশনাল পেনশন স্কিমের প্রতি সাধারণ মানুষের আস্থা বজায় রয়েছে। 
 
পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি সংসদীয় আইন অনুযায়ী একটি বিধিবদ্ধ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি জাতীয় পেনশন ব্যবস্থার নিয়ন্ত্রণ, প্রসার ও উপযুক্ত নীতি গ্রহণের কাজে যুক্ত রয়েছে। 
 
২০২০-র ১০ অক্টোবর পর্যন্ত জাতীয় পেনশন স্কিম এবং অটল পেনশন যোজনার আওতায় গ্রাহক সংখ্যা ৩ কোটি ৭৬ লক্ষ ছাড়িয়েছে। সেইসঙ্গে, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫ হাজার ৪২৪ কোটি টাকা। 
 
 
 
 
CG/BD/DM


(Release ID: 1665136) Visitor Counter : 115