জাহাজচলাচলমন্ত্রক

ডিরেক্টর জেনারেল শিপিং, ন্যাশনাল অথরিটি ফর শিপস রিসাইক্লিং হিসেবে পরিচিত হবে

प्रविष्टि तिथि: 15 OCT 2020 1:46PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৫ অক্টোবর, ২০২০

 

 

        জাহাজের যন্ত্রাংশ পুনর্ব্যবহার সংক্রান্ত ২০১৯ সালের আইনের ৩ নম্বর ধারা অনুসারে কেন্দ্র, ডিরেক্টর জেনারেল অফ শিপিং-কে ন্যাশনাল অথরিটি ফর রিসাইক্লিং অফ শিপস হিসেবে ঘোষণা করেছে। জাহাজের বিভিন্ন যন্ত্রাংশের পুনর্ব্যবহার সংক্রান্ত নানা কাজকর্মের নজরদারি ও সেগুলি পরিচালনার জন্য ডিরেক্টর জেনারেল অফ শিপিং-কে দায়িত্ব দেওয়া হয়েছে। এই শিল্পের স্থিতিশীল উন্নয়ন ও পরিবেশ বান্ধব ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি মেনে চলা সহ বিভিন্ন বিষয়ে এই সংস্থা নজরদারি চালাবে। ডিরেক্টর জেনারেল অফ শিপিং জাহাজের যন্ত্রাংশ পুনর্ব্যবহার সংক্রান্ত শিল্প এবং যে সব রাজ্যে এই শিল্প গড়ে উঠবে সেই সব রাজ্যের রাজ্য সরকারগুলির গৃহীত বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।     

        আন্তর্জাতিক স্তরে ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশনের আওতায় হংকং-এর জাহাজের যন্ত্রাংশ পুনর্ব্যবহারের বিষয়ে সম্মেলনে ভারত যোগ দিয়েছে। ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশনের ভারতীয় প্রতিনিধির দায়িত্ব ডিজি শিপিং পালন করবেন। গুজরাটের গান্ধীনগরে ন্যাশনাল অথরিটি অফ রিসাইক্লিং-এর দপ্তর খোলা হবে। গুজরাটের আলাং-এ এশিয়ার সবথেকে বড় জাহাজ ভাঙা ও যন্ত্রাংশ পুনর্ব্যবহার সংক্রান্ত ইয়ার্ডটি রয়েছে। নতুন দপ্তরের কারণে এই ইয়ার্ড লাভবান হবে।

 

 

CG/CB/NS


(रिलीज़ आईडी: 1664784) आगंतुक पटल : 248
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Tamil , Telugu , Malayalam