বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

জিএলপি-র ওপর ওইসিডি-র কার্যকরী গোষ্ঠীর ভাইস-চেয়ারের দায়িত্ব পেল ভারত

Posted On: 15 OCT 2020 12:58PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৫ অক্টোবর, ২০২০

 

 

        পরীক্ষাগার এবং গবেষণাগারগুলিতে যথাযথ কর্মপন্থা মেনে চলাকে বলা হয় গুড ল্যাবরেটারি প্র্যাকটিস বা জিএলপি। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) ভারতের জিএলপি কর্মসূচি যথাযথ পালনের স্বীকৃতি হিসেবে ভারতকে  ভাইস-চেয়ারের দায়িত্ব দিয়েছে। শিল্প ক্ষেত্রে, ওষুধ নির্মাণ (মানুষ ও পশুপাখি), কৃষিক্ষেত্রে, প্রসাধন সামগ্রী নির্মাণ, বিভিন্ন খাদ্যদ্রব্যে মেশানোর উপাদান, চিকিৎসা সরঞ্জামে ব্যবহৃত রাসায়নিক পদার্থ ইত্যাদির ক্ষেত্রে ওইসিডি নিরাপত্তার বিষয়টি যাচাই করে। এই প্রক্রিয়াটি জিএলপি-র মাধ্যমে হয়।  

        ২০০২ সালের ২৪শে এপ্রিল কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনক্রমে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর ন্যাশনাল জিএলপি কমপ্লায়েন্স মনিটারিং অথরিটি (এনজিসিএমএ) গঠন করেছিল। এই কর্তৃপক্ষ বিভিন্ন রাসায়নিক দ্রব্যের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চালায়। এগুলি মানবদেহে এবং পরিবেশের জন্য ক্ষতির কোনো কারণ হতে পারে কিনা সেটি এই সংস্থা যাচাই করে। ভারতীয় জিএলপি-র ক্ষেত্রে ৮ রকমের রসায়নিক পদার্থ এবং ৯টি পৃথক পৃথক ক্ষেত্রে তার গুণমান যাচাই করা হয়। ২০২১-২২ সালের জন্য ভারতের কাজের স্বীকৃতি স্বরূপ ওইসিডি-র জিএলপি সংক্রান্ত কার্যকরী গোষ্ঠীর ভাইস-চেয়ার হিসেবে ভারতকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তার মধ্য দিয়ে সরকারের সংশ্লিষ্ট ক্ষেত্রে অঙ্গীকার প্রতিফলিত হচ্ছে।

 

 

CG/CB/NS



(Release ID: 1664783) Visitor Counter : 170