অর্থমন্ত্রক

অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন জি-২০ অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নরদের বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিলেন

Posted On: 14 OCT 2020 9:36PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ অক্টোবর, ২০২০
 
 
 
কেন্দ্রীয় অর্থ তথা কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন আজ এখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সৌদি আরবের সভাপতিত্বে অনুষ্ঠিত জি-২০ দেশগুলির অর্থমন্ত্রী তথা কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির গভর্নরদের বৈঠকে অংশ নেন। এই বৈঠকে জি-২০ দেশগুলির অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির গভর্নররা বর্তমান বিশ্ব আর্থিক পরিস্থিতি এবং কোভিড-১৯ মহামারীর প্রেক্ষিতে জি-২০ দেশগুলির ভূমিকা নিয়ে আলোচনা করেন।
 
বৈঠকের প্রথম অধিবেশনে অর্থমন্ত্রী কোভিড-১৯-এর বিরুদ্ধে জি-২০ দেশগুলির কর্মপরিকল্পনা রূপায়ণের ক্ষেত্রে সর্বশেষ অগ্রগতি সম্পর্কে নিজের বক্তব্য পেশ করেন। শ্রীমতী সীতারমন জোর দিয়ে বলেন, জি-২০ দেশগুলির কর্মপরিকল্পনায় যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বর্তমান নীতিসমূহের সঙ্গে সাযুজ্য রেখে কোভিড-১৯-এর বিরুদ্ধে সমবেত লড়াইয়ের মানসিকতা গড়ে তুলতে হবে। 
 
জি-২০ কর্মপরিকল্পনার প্রতিশ্রুতিগুলির বাস্তবায়ন সম্পর্কে মূল নীতি-নির্দেশিকাগুলি সম্পর্কে শ্রীমতী সীতারমন অর্থ ব্যবস্থার পুনরুদ্ধারে স্বাস্থ্য ও আর্থিক ক্ষেত্রে সামঞ্জস্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন। এ প্রসঙ্গে তিনি বলেন, সদস্য দেশগুলির মধ্যে অর্থ ব্যবস্থার পুনরুদ্ধারে যাবতীয় প্রাসঙ্গিক নীতিগুলির মধ্যে অভিন্নতা বজায় রাখতে হবে এবং বিশ্ব নিয়ন্ত্রণমূলক ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্ব দিতে হবে। 
 
জি-২০ কর্মপরিকল্পনার অন্যতম একটি বিষয় হল ঋণ পরিষেবা সাসপেনশন ইনিশিয়েটিভ, যা কম আয়ের দেশগুলির ক্ষেত্রে গৃহীত ঋণ মেটানোর জন্য যে সুনির্দিষ্ট সময়সীমা রয়েছে তা দূর হবে। এর ফলে, কম আয়বিশিষ্ট দেশগুলির অর্থ ব্যবস্থার পুনরুদ্ধারে আরও গতি আসবে। 
 
স্বল্প আয়ের দেশগুলির ঋণ গ্রহণের ক্ষেত্রে দুর্বলতা সম্পর্কে বলতে গিয়ে শ্রীমতী সীতারমন বলেন, দীর্ঘমেয়াদি ঋণ গ্রহণের ক্ষেত্রে আরও কাঠামোগত সুদৃঢ়তা প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন, ঋণ গ্রহণের এই প্রক্রিয়াটি কম আয়বিশিষ্ট দেশগুলিকে মহামারীর ফলে সৃষ্ট আর্থিক বোঝা কমাতে সাহায্য করবে এবং অর্থ ব্যবস্থার পুনরুদ্ধারে সহায়তার লক্ষ্যে উপযোগী হবে। অর্থমন্ত্রী আরও বলেন, ঋণ গ্রহীতা ও ঋণ খেলাপি - উভয়ের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করা প্রয়োজন এবং ঋণ পুনর্গঠন প্রক্রিয়ায় ঋণের বোঝাগ্রস্থ দেশগুলিকে যাতে বোঝার শর্তে মাথা নত না করতে হয়, তা উপলব্ধি করা আবশ্যক। 
 
 
 
CG/BD/DM


(Release ID: 1664757) Visitor Counter : 195