বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক

কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের আওতায় আগামী ৩০শে অক্টোবর থেকে পয়লা নভেম্বর পর্যন্ত ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (এনআইসি), আইইইই কম্পিউটার সোসাইটি এবং ওরাকেল 'গভ টেক-থন ২০২০' আয়োজন করেছে

Posted On: 14 OCT 2020 2:22PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৪ অক্টোবর, ২০২০
 
 
 
    প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আদর্শ এবং পথ-নির্দেশিকার ভিত্তিতে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক কৃষি এবং সহযোগী ক্ষেত্রে নতুন চিন্তা-ভাবনা সৃষ্টি করতে, উদ্ভাবনী ক্ষেত্রে গতি আনতে ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিতে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (এনআইসি), আইইইই কম্পিউটার সোসাইটি এবং ওরাকেল যৌথভাবে 'গভ টেক-থন ২০২০' আয়োজন করতে চলেছে।
 
    কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব শ্রী অজয় সাওয়ানি আজ একথা জানান। তিনি এই হ্যাকাথনের জন্য একটি অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল ‘https://www.computer.org/education/oracle_hackathon_2020-এর সূচনা করেন। ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার, আইইইই এবং ওরাকেল যৌথভাবে এই হ্যাকাথন আয়োজন করার জন্য তিনি উচ্ছ্বসিত প্রশংসাও করেন। শ্রী সাওয়ানি বলেন, ভারতে ডিজিটাল ইকো সিস্টেমের গুরুত্বপূর্ণ অংশই হল দেশের তরুণ সম্প্রদায়। এই হ্যাকাথনে তাদের অংশগ্রহণ এবং বিভিন্ন সমস্যার সমাধানে তাদের চিন্তা-ভাবনা ভাগ করে নেওয়া  এক নতুন দরজা খুলে দেবে বলেও আশাপ্রকাশ করেন তিনি।
 
    এনআইসি-র মহানির্দেশক ডঃ নীতি ভার্মা জানান, এই ‘গভ টেক-থন ২০২০’ এর সাহায্যে ডিজিটাল ইকো সিস্টেম বিকাশের পথ প্রশস্ত হবে। এনআইসি-র উপ-মহানির্দেশক ডঃ সবিতা দাওয়ার কৃষি ক্ষেত্রে এনআইসি-র কার্যকরী ভূমিকার কথা তুলে ধরেন। 
 
    আইইইই ইন্ডিয়া অপারেশনের প্রধান তথা শীর্ষ অধিকর্তা শ্রী হরিশ মাইসুর জানান বিগত এক শতাব্দী ধরে দেশের ইঞ্জিনিয়ারদের ক্ষমতায়ণের কাজ করে চলেছে আইইইই। অত্যাধুনিক প্রযুক্তি ক্ষেত্রে আইইইই একাধিক সহায়তা প্রদান করেছে বলেও তিনি জানান। এনআইসি এবং ওরাকেলের সাহায্যে কৃষি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাবে এবং দেশের নাগরিকদের আরও ভালো পরিষেবা প্রদান করা সম্ভবপর হবে বলেও আশাপ্রকাশ করেন তিনি। ওরাকেল ইন্ডিয়ার আঞ্চলিক কার্যনির্বাহী অধিকর্তা শ্রী শৈলেন্দ্র কুমার জানান, ভারতকে ডিজিটালভাবে সক্ষম করে তুলতে তাদের সংস্থা সর্বত প্রয়াস চালাচ্ছে।
 
    আগামী ৩০শে অক্টোবর থেকে পয়লা নভেম্বর পর্যন্ত ৩৬ ঘন্টা এই ভার্চুয়াল হ্যাকাথন আয়োজন করা হয়েছে। এই হ্যাকাথনে ভারতের শিক্ষার্থী, কর্মজীবী পেশাদার, স্টার্টআপ সংস্থা, অন্যান্য আইটি পরিষেবা প্রদানকারী সংস্থা এবং ফ্রিল্যান্স প্রযুক্তিবিদ সহ বিভিন্ন সংস্থা অংশ নিতে পারবে। 
 
 
 
CG/ SS/NS


(Release ID: 1664602) Visitor Counter : 171