বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

পারমাণবিক অস্ত্রের মোকাবিলা ধূলিকণার মাধ্যমে করার সমাধান খুঁজে পেয়েছেন এক মহিলা বিজ্ঞানী

प्रविष्टि तिथि: 13 OCT 2020 3:05PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৩ই অক্টোবর, ২০২০

 



পারমাণবিক অস্ত্রের প্রভাব ধূলিকণার মাধ্যমে কমানো যেতে পারে। একজন মহিলা বিজ্ঞানী এক বছর পর নতুন করে কাজ শুরু করার সময় এই বিষয়টি উদ্ভাবন করেছেন।


ভারতীয় মহিলারা যেহেতু তাঁদের কেরিয়ারের থেকেও পরিবারকে বেশি গুরুত্ব দেন, তাই অনেক মহিলার কর্মজীবনে ছেদ পড়ে। বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর, এই সব মহিলাদের কাজে ফিরে আসার জন্য বিশেষ কর্মসূচী গ্রহণ করেছে। নতুন দিল্লির নেতাজী সুভাষ ইনস্টিটিউট অফ টেকনোলজির ড. মীরা চাধা নতুন করে কাজে যোগদানের সুযোগ পাওয়ার পর গাণিতিক প্রক্রিয়ায় দেখিয়েছেন, বিধ্বংসী পারমাণবিক অস্ত্রের বিরূপ প্রভাব ধূলিকণার মাধ্যমে খানিকটা কমানো সম্ভব।

তিনি পারিবারিক কারণে কর্মক্ষেত্র থেকে যখন দূরে ছিলেন, তখন বিস্ফোরণের বিষয়ে এবং বিস্ফোরকের উপর ধূলিকণার প্রভাব নিয়ে পড়াশুনা করেছেন। বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মহিলা বিজ্ঞানী প্রকল্পের আওতায় তিনি তাঁর গবেষণা করার জন্য যথেষ্ট সময় পেয়েছেন এবং এর মাধ্যমে তাঁর স্বপ্ন পূরণ হয়েছে।

 



CG/CB/SFS


(रिलीज़ आईडी: 1664182) आगंतुक पटल : 182
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Punjabi , Tamil