মহাকাশদপ্তর
ভারতীয় মহাকাশ সংস্থার যাত্রাপথে সঙ্গী হবে বেসরকারী সংস্থাগুলি : ডঃ জীতেন্দ্র সিং
Posted On:
11 OCT 2020 4:34PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১১ অক্টোবর, ২০২০
কেন্দ্রীয় উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত, প্রধানমন্ত্রী দপ্তর, কর্মীবর্গ, গণঅভিযোগ, পেনশন, আণবিক শক্তি ও মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং জানিয়েছেন, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো বেসরকারী ক্ষেত্রের জন্য সবরকম সুযোগ-সুবিধার দরজা খুলে দিয়েছে।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মহাকাশ ক্ষেত্রে কিছু উল্লেখযোগ্য ঐতিহাসিক সংস্কারের কথা উল্লেখ করে ডঃ সিং বলেন, সম্ভবত স্বাধীনতার পর ভারতের ইতিহাসে এই প্রথম মহাকাশ যাত্রা, অন্যান্য গ্রহ সম্পর্কিত গবেষণার ভবিষ্যৎ প্রকল্প ইত্যাদি ক্ষেত্রে বেসরকারী সংস্থাগুলির জন্য দরজা উন্মুক্ত করা হয়েছে। তিনি বলেন, এটি হল স্বনির্ভর ভারত গঠনে মোদী সরকারের ‘আত্মনির্ভর’ দৃষ্টিভঙ্গীর একটি অংশ। এতে মহাকাশ গবেষণা ক্ষেত্রে বেসরকারী সংস্থার অংশীদারিত্ব বাড়বে বলেও আশাপ্রকাশ করেন তিনি।
ডঃ জীতেন্দ্র সিং আরও বলেন, আগামী দিনে ভারতে মহাকাশ যাত্রায় বেসরকারী সংস্থাগুলি সঙ্গী হয়ে উঠবে । তিনি বলেন, উপগ্রহ উক্ষেপণ এবং মহাকাশ ভিত্তিক কার্যকলাপে এই বেসরকারী সংস্থাগুলি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শ্রী সিং বলেন, মহাকাশ ক্ষেত্রে এই সংস্কারের মাধ্যমে দেশ মহাকাশ সম্পর্কিত গবেষণায় ‘সরবরাহ ভিত্তিক মডেল’ থেকে ‘চাহিদা ভিত্তিক মডেল’-এ পরিণত হবে। ভারতীয় জাতীয় মহাকাশ প্রচার ও অনুমোদন কেন্দ্র (আই-স্পেশ) গঠনের সঙ্গে সঙ্গে এমন এক ব্যবস্থাপনা তৈরি করা হবে যাতে বেসরকারী ক্ষেত্রগুলি তাদের সক্ষমতা বাড়ানোর জন্য ইসরোর সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারে এবং অন্যান্য প্রাসঙ্গিক সম্পদ ব্যবহারে অনুমতি পায়।
ডঃ সিং বলেন, বেসরকারী শিল্পসংস্থাগুলিকে তাদের আবেদন জমা দেওয়ার জন্য একটি ওয়েব লিঙ্ক প্রদান করা হয়েছে। শিল্পসংস্থা ও স্টার্টআপ সংস্থাগুলি থেকে প্রাপ্ত আবেদনগুলি খতিয়ে দেখার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হচ্ছে বলেও তিনি জানান।
CG/SS /NS
(Release ID: 1663658)
Visitor Counter : 353