কয়লামন্ত্রক

কয়লা ক্ষেত্রের গবেষণার জন্য সংশ্লিষ্ট মন্ত্রক একটি ওয়েবসাইটের সূচনা করেছে

Posted On: 09 OCT 2020 5:32PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৯ অক্টোবর, ২০২০

 

 

কয়লা মন্ত্রক কয়লা নিয়ে গবেষণার এবং এই কাজে উৎসাহ দেওয়ার জন্য একটি ওয়েবসাইটের সূচনা করেছে। সেন্ট্রাল মাইন্স প্ল্যানিং অ্যান্ড ডিজাইন ইন্সটিটিউট লিমিটেড (সিএমপিডিআই)এই ওয়েবসাইটি https://scienceandtech.cmpdi.co.in/ তৈরি করেছে। কয়লা মন্ত্রকের সচিব শ্রী অনীল জৈন জানিয়েছেন কয়লা ক্ষেত্রের গবেষণা এবং বিভিন্ন তথ্যের বিষয়ে জনসাধারণকে জানাতে এই ওয়েবসাইট সাহায্য করবে।

এই ওয়েবসাইট থেকে কয়লার গবেষণা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় নীতি-নির্দেশিকা জানা যাবে। যেকোন ব্যক্তি এ বিষয়ে গবেষণার জন্য প্রস্তাব জমা দিতে পারেন। কয়লা ও লিগনাইটের সম্পর্কে বিভিন্ন ছবি, ভিডিও ও খবর এই ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। এরফলে দেশের ভবিষ্যতের চাহিদার কথা বিবেচনা করে কয়লা নিয়ে গবেষণার ক্ষেত্রগুলিকে চিহ্নিত করা সহজ হবে। কয়লার উৎপাদনের উন্নতি, নিরাপত্তা, পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষা, পরিবেশ বান্ধব কয়লা উৎপাদন প্রযুক্তি সহ বিভিন্ন বিষয়ে কাজ করতে কয়লা মন্ত্রক গবেষকদের উৎসাহ দিচ্ছে। আইআইটি, এনআইটি, আইআইএসসি, এনআরএসসি, সিএসআইআর-এর গবেষণাগারগুলিতে এ সংক্রান্ত বিভিন্ন গবেষণা চলছে। মন্ত্রক সিএমপিডিআই-এর ওয়েবসাইটে গবেষণার প্রস্তাব জমা দেওয়ার জন্য কি কি করণীয় সে বিষয়ে এই ওয়েবসাইটে বিভিন্ন সময়ে তথ্য আপলোড করবে।

 

 

CG/CB /NS



(Release ID: 1663300) Visitor Counter : 189