নীতিআয়োগ

সৌর ফটোভোল্টিক উৎপাদনের বিষয়ে নীতি আয়োগ নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক এবং ইনভেস্ট ইন্ডিয়া-র যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলন

Posted On: 07 OCT 2020 2:18PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ০৭ অক্টোবর, ২০২০

 

ভারতে বিশ্বমানের ফটোভোল্টিক শিল্প গড়ে তোলার লক্ষ্যে ৬ অক্টোবর থেকে ‘ভারত ফটোভোল্টিক এডজ ২০২০’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে নীতি আয়োগ, নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক ও ইনভেস্ট ইন্ডিয়া।

এই সম্মেলনের উদ্বোধনী ভাষণে কেন্দ্রীয় বিদ্যুৎ এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী আর.কে. সিং জানিয়েছেন, ভারতে দ্রুত পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রের প্রসার ঘটছে। বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদার দিকে লক্ষ্য রেখে পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রের প্রয়োজনীয়তাও ক্রমশ বাড়ছে। ২০৩০ সালের মধ্যে ভারতে ৪৫০ গিগাওয়াট পুনর্নবিকরণযোগ্য শক্তি উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে। এর জন্য ভারত একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে বলে তিনি জানান। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ভারতের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলির সঙ্গে সৌর ও পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রের সংযুক্তিকরেণ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি ২০ গিগাওয়াট মডিউল এবং সেল উৎপাদনের জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। এতে দেশে আত্মনির্ভরতার পথ প্রশস্ত হবে বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী। ভারতে পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ রয়েছে বলেও তিনি জানান। 

এই সম্মেলনে নীতি আয়োগের সিইও সহ মন্ত্রকের একাধিক শীর্ষ আধিকারিক যোগ দেন। এছাড়াও ৬০ জন শীর্ষ স্থানীয় ভারতীয় ব্যক্তিত্ব এবং বিশ্বের একাধিক সংস্থার সিইও-রাও এই সম্মেলনে উপস্থিত ছিলেন। 

কোভিড-১৯ মহামারী পরিস্থিতি বিশ্ব অর্থনীতির ওপর এক বিরাট প্রভাব ফেলেছে। সৌর বিদ্যুৎ ক্ষেত্রে বিগত কয়েক বছরে বিশ্বে অভূতপূর্ব উন্নতি লক্ষ্য করা গেছে। সবুজ বিকাশের লক্ষ্যে জলবায়ু পরিবর্তন রোধে সৌর বিদ্যুতের কার্যকরি ভূমিকা রয়েছে। ভারত ক্রমশই বিশ্বের তৃতীয় বিহত্তম সৌর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন দেশ হয়ে উঠেছে। এই সম্মেলনে সৌর বিদ্যুৎ ক্ষেত্রে অত্যাধুনিক সরঞ্জাম উৎপাদনের বিষয় নিয়ে বিনিয়োগকারীদের একটি গোলটেবিল বৈঠকও অনুষ্ঠিত হয়।

 

CG/SS/SKD



(Release ID: 1662531) Visitor Counter : 103