অর্থমন্ত্রক
বিহার এবং উত্তর প্রদেশের আয়কর বিভাগের তল্লাশি অভিযান
Posted On:
07 OCT 2020 3:45PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৭ অক্টোবর, ২০২০
গোয়েন্দা সূত্র থেকে প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আয়কর বিভাগ ৬ই অক্টোবর কয়লা খনি এবং হোটেল শিল্পের সঙ্গে যুক্ত এক ব্যবসায়ীর পাটনা, সাসারাম ও বারাণসীর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে। একই সঙ্গে একটি বৃহৎ সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের বাড়়িতেও এই অনুসন্ধান চালানো হয়।
তল্লাশি অভিযান চালানোর সময় ওই ব্যক্তির গাড়ি থেকে ৭৫ লক্ষ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। তদন্তে জানা গেছে যে অ্যাকাউন্ট থেকে এই নগদ অর্থ তোলা হয়েছিল তা এক সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের। তল্লাশি অভিযান চালানোর সময় নগদ আর্থিক লেনদেন সম্পর্কিত বিভিন্ন নথি পাওয়া যায় এবং তা বাজেয়াপ্ত করা হয়। আয়কর দাখিলের সময় এই লেনদেনের বিষয় কিছুই প্রকাশ করা হয়নি।
ওই ব্যক্তির ঘর, হোটেল এবং বিভিন্ন যানবাহন কিভাবে কেনা হয়েছে তা নিয়েও তদন্ত শুরু করা হয়েছে। তল্লাশির সময় জানা গেছে, এই ব্যক্তি বেআইনিভাবে পাথর খনন ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। তল্লাশিতে মোট ১ কোটি ২৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এখনও তদন্ত চালাচ্ছে আয়কর দফতর।
CG/SS/SKD
(Release ID: 1662428)
Visitor Counter : 120