বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

২০২০বিজ্ঞান ও প্রযুক্তি যোগাযোগ ক্ষেত্রে জাতীয় পুরস্কারের জন্য মনোনয়ন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমিউকেশন

Posted On: 06 OCT 2020 5:10PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৬ অক্টোবর,  ২০২০
 
 
 
কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি যোগাযোগের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এবং বৈজ্ঞানিক ভাবধারা প্রচারের উদ্দেশ্যে মনোনয়ন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
 
 ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অন্তর্গত ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমিউকেশন (এনসিএসটিসি) ২০২০’তে বিজ্ঞান ও প্রযুক্তি যোগাযোগ ক্ষেত্রে জাতীয় পুরস্কারের জন্য মনোনয়ন জমা দেওয়া আহ্বান জানিয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি  যোগাযোগ ক্ষেত্রে অসামান্য কাজের স্বীকৃতি-স্বরূপ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ প্রতি বছর ২৮শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবসে এই পুরস্কার প্রদান করে থাকে। 
 
বিজ্ঞান ও প্রযুক্তি যোগাযোগ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এবং বৈজ্ঞানিক ভাবধারা প্রচারের উদ্দেশ্যে প্রতি বছর কোনও ব্যক্তি বা সংস্থাকে এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার-স্বরূপ একটি শংসাপত্র, স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়। বিজ্ঞান প্রযুক্তি ও যোগাযোগ ক্ষেত্রে অসামান্য কাজের জন্য ৫ লক্ষ টাকা নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও, বই, ম্যাগাজিন সহ মুদ্রণ মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি যোগাযোগ বিষয়ে প্রচার, শিশুদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিকে জনপ্রিয় করে তোলা, জনপ্রিয় বিজ্ঞান ও প্রযুক্তি সাহিত্যের অনুবাদ, উদ্ভাবনী ও ঐতিহ্যবাহী পদ্ধতির মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি যোগাযোগ বিষয়কে তুলে ধরা এবং বৈদ্যুতিক মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি যোগাযোগ ক্ষেত্রের প্রচারের জন্য ২ লক্ষ টাকা আর্থিক পুরস্কারও প্রদান করা হয়। ৩৫ বছরের বেশি বয়সী যে কোনও ভারতীয় নাগরিক কেন্দ্র অথবা রাজ্য সরকার অনুমোদিত যে কোনও প্রতিষ্ঠান থেকে তার লেখা প্রস্তাব আকারে পাঠাতে পারেন। এই মনোনয়ন জমা দেওয়ার জন্য বিস্তারিত তথ্য, যোগ্যতা, আবেদনের ফরম্যাট ইত্যাদি পাওয়া যাবে মন্ত্রকের  www.dst.gov.in. এই ওয়েবসাইটে। চলতি বছরের ৩১শে অক্টোবরের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের এনসিএসটিসি বিভাগের বিজ্ঞানী ডঃ এবিপি মিশ্রর কাছে ই-মেলের মাধ্যমে মনোনয়ন জমা দেওয়া যাবে। 
 
 
 
CG/SS/SB


(Release ID: 1662184) Visitor Counter : 104