আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক

জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা পর্ষদের ৩৬৬টি প্রকল্পের মধ্যে ২৬৯টি শেষ হয়েছে এবং ৯৭টি প্রকল্পের কাজ চলছে : হরদীপ সিং পুরি

Posted On: 05 OCT 2020 4:37PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৫ অক্টোবর, ২০২০

 

কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন, জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা পর্ষদের ক্রমবর্ধমান প্রকল্পগুলির মধ্যে ৩৬৬টির অনুমোদন দেওয়া হয়েছে। এরমধ্যে ২৬৯টির কাজ শেষ হয়েছে এবং ৯৭টি প্রকল্পের কাজ চলছে। এই ৩৬৬টি প্রকল্পের জন্য ব্যয় হবে ৩১ হাজার ৮৫৩ কোটি টাকা। পর্ষদ ইতিমধ্যেই ১৫ হাজার ৩৯৩ কোটি টাকা মঞ্জুর করেছে। ১২ হাজার ৪৪১ কোটি টাকা নির্মাণকারী সংস্থাগুলিকে দেওয়া হয়েছে। পর্ষদের ৩৯তম বৈঠকে শ্রী পুরি জানিয়েছেন বাস, ট্যাক্সি সহ বিভিন্ন যানবাহনের বাধাহীনভাবে চলাচলের অনুমতির জন্য জাতীয় রাজধানী অঞ্চলে চুক্তি করা হয়েছিল।

হরিয়ানার মুখ্যমন্ত্রী শ্রী মনোহর লাল খট্টর, দিল্লী, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের নগরোন্নয়ন মন্ত্রী, মন্ত্রকের সচিব শ্রী দূর্গা শঙ্কর মিশ্র সহ কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের আধিকারিকরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

মন্ত্রী পর্ষদের সদস্যদের জানিয়েছেন ২০২৭ সালের মধ্যে জাতীয় রাজধানী অঞ্চল, আর্ন্তজাতিক নিরিখে বৃহত্তম রাজধানী অঞ্চলে পরিণত হবে। পর্ষদ নয়ডা, গ্রেটার নয়ডা মেট্রো প্রকল্প, জয়পুরে দ্রব্যবতী নদীর সংস্কার, হিন্দোন-গাজিয়াবাদে ৬ লেনের উড়ালপুল এবং কুন্দলি-মানেসর-পালওয়াল মহাসড়কের মতো প্রকল্পগুলিতে পর্ষদ যুক্ত হয়েছে।

১৯৮৯ সালে জাতীয় রাজধানী অঞ্চলের আয়তন ছিল ৩০ হাজার ২৪২ বর্গ কিলোমিটার। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ হাজার ৮৩ বর্গ কিলোমিটারে। এর মধ্যে দিল্লীর অংশ ১ হাজার ৪৮৩ বর্গ কিলোমিটার। ২০১১ সালের আদমশুমারীর হিসেবে জাতীয় রাজধানী অঞ্চলের জনসংখ্যা প্রায় ৫ কোটি ৮১ লক্ষ।

১৯৮৫ সালে জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা পর্ষদ তৈরি করা হয়। সংসদে একটি আইনের বলে তৈরি এই পর্ষদের উদ্দেশ এই অঞ্চলের সুষম উন্নয়ন। বিভিন্ন রাজ্যের মধ্যে আঞ্চলিক স্তরে সহযোগিতা এই পর্ষদের মাধ্যমে গড়ে উঠেছে যা আন্তঃরাজ্য সহযোগিতার ক্ষেত্রে উদাহরণ স্বরূপ। হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশ রাজ্যের আইন মোতাবেক এই পর্ষদের ক্ষমতা বৃদ্ধি হয়েছে। দিল্লীর জনবিন্যাসকে ছড়িয়ে দিতে ৯টি অঞ্চলকে চিহ্নিত করা হয়েছে।

 

CG/CB /NS



(Release ID: 1661871) Visitor Counter : 94