পরিবেশওঅরণ্যমন্ত্রক

দেশের চিড়িয়াখানাগুলির মানোন্নয়নের জন্য সরকারি-বেসরকারি অংশীদারিত্ব : শ্রী প্রকাশ জাভড়েকর

Posted On: 05 OCT 2020 2:54PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ অক্টোবর, ২০২০

 

 

বন্যপ্রাণী সপ্তাহ ২০২০ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দপ্তরের মন্ত্রী শ্রী প্রকাশ জাভড়েকর দেশের জীব বৈচিত্র্যের কথা উল্লেখ করেছেন। বন্যপ্রাণী এবং মানুষের মধ্যে বোঝাপড়া বাড়াতে এবং বন্যপ্রাণীদের আচার-আচরণ আরও ভালোভাবে পর্যবেক্ষণের সুযোগ করে দিতে দেশের ১৬০টি চিড়িয়াখানার সরকারি-বেসরকারি অংশীদারিত্বে মানোন্নয়নের পরিকল্পনা চলছে। আগামী বাজেটে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। শ্রী জাভড়েকর বলেছেন, রাজ্য সরকার, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং জনসাধারণকে এই প্রক্রিয়ায় যুক্ত করা হবে। এই পরিকল্পনা অনুসারে, ছাত্রছাত্রী ও শিশুরা সহ দর্শকরা বন্যপ্রাণী, প্রকৃতি এবং মানুষের মধ্যে সম্পর্কের বিষয়টি স্পষ্টভাবে উপলব্ধি করতে পারবে।  

মন্ত্রী এই উপলক্ষে সিজেডএ – টিইআরআই এর একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। নতুন দিল্লি জাতীয় চিড়িয়াখানার বাস্তুতন্ত্রের আর্থিক মূল্যায়ন শীর্ষক এই প্রতিবেদনে মানুষ এবং চিড়িয়াখানায় থাকা প্রাণীদের সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। এই ধরনের প্রতিবেদন সম্ভবত এর আগে আন্তর্জাতিক স্তরে তৈরি হয়নি। জৈব বৈচিত্র্যের সংরক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি, কার্বন শোষণ, শিক্ষা, গবেষণা, বিনোদন ও সংস্কৃতি – এই সব বিষয়ের ওপর ভিত্তি করে বাস্তুতন্ত্রের আর্থিক মূল্যায়ন করা হয়েছে। ২০১৯-২০ অর্থবর্ষ অনুসারে, ৪২৩ কোটি টাকা,  এর মূল্য নির্ধারিত হয়েছে। এক্ষেত্রে কার্বন শোষণ এবং চিড়িয়াখানার জমির মূল্য সম্পর্কে বিশ্লেষণ করে দেখা গেছে, এই খাতে মোট ব্যয় এককালীন ৫৫ হাজার কোটি টাকা।  

মন্ত্রী , নির্বাচিত চিড়িয়াখানার আধিকারিক ও কর্মীদের হাতে সিজেডএ – প্রাণী মিত্র পুরস্কার তুলে দেন। চিড়িয়াখানায় থাকা প্রাণীদের সঠিক দেখভাল করার স্বীকৃতি-স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়েছে। ১) শ্রেষ্ঠ নির্দেশক/কিউরেটর, ২) শ্রেষ্ঠ প্রাণী চিকিৎসাবিদ, ৩) শ্রেষ্ঠ প্রাণীবিদ/শিক্ষাবিদ এবং ৪) শ্রেষ্ঠ অ্যানিমেল কিপারদের পুরস্কৃত করা হয়েছে। মন্ত্রী এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি দেশের বিভিন্ন প্রান্তের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নানা  প্রশ্নের উত্তর দিয়েছেন। ছাত্রছাত্রীরা বন্যপ্রাণী সংরক্ষণ এবং মানুষের সঙ্গে বন্যপ্রাণীর সম্পর্কের বিষয়ে শ্রী জাভড়েকরের সঙ্গে আলোচনা করেছেন। তিনি জানিয়েছেন, দেশের মূল্যবান বন্যপ্রাণীদের রক্ষা করতে হলে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।    

ভারতের চিড়িয়াখানাগুলির কাজকর্ম পরিচালনার জন্য সিজেডএ গঠিত হয়েছিল। বর্তমানে দেশে ১৬০টি চিড়িয়াখানা এবং উদ্ধার কেন্দ্র রয়েছে। এইসব জায়গায় আন্তর্জাতিক মানের প্রাণীদের দেখভাল করাই সিজেডএ – এর মূল কাজ। দেশের চিড়িয়াখানাগুলিতে বর্তমানে ৫৬৭টিরও বেশি প্রজাতির ৫৬ হাজার ৪৮১টি প্রাণী রয়েছে। এদের মধ্যে ১১৪ রকমের বিপন্ন প্রজাতির প্রাণী রয়েছে। এই অনুষ্ঠানে দপ্তরের বিশেষ সচিব এবং বন দপ্তরের মহানির্দেশক ডঃ সঞ্জয় কুমার, বন্যপ্রাণী দপ্তরের অতিরিক্ত মহানির্দেশক শ্রী সৌমিত্র দাশগুপ্ত সহ উচ্চ পদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

 

 

CG/CB/SB



(Release ID: 1661754) Visitor Counter : 219