স্বরাষ্ট্র মন্ত্রক

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জানালেন ‘অটল টানেল’এর জন্য একে বর্ণনা করলেন ইঞ্জিনিয়ারিং আশ্চর্য হিসেবে

Posted On: 03 OCT 2020 6:15PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৩ অক্টোবর, ২০২০

 

 

     কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জানালেন ‘অটল টানেল’এর উদ্বোধনের জন্য এবং এটিকে বর্ণনা করলেন ইঞ্জিনিয়ারিং আশ্চর্য হিসেবে। একগুচ্ছ ট্যুইটে শ্রী অমিত শাহ বলেন, ‘সারা দেশের জন্য এটি ঐতিহাসিক দিন। ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজীর স্বপ্ন সত্যি হল। অভূতপূর্ব এই প্রকল্পের কাজে নিরলস পরিশ্রমের জন্য বিআরও-কে অভিনন্দন।’

     শ্রী অমিত শাহ বলেন, ‘বিশ্বের দীর্ঘতম মহাসড়ক এই অটল টানেল লে এবং মানালির মধ্যে যাতায়াতের সময় ৪-৫ ঘন্টা কমাবে। সর্ব আবহাওয়ার জন্য উপযুক্ত এটি লাহুল-স্পিতি উপত্যকাকে সারা বছর ধরে দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত করবে যা আগে মাসের পর মাস বিচ্ছিন্ন হয়ে থাকতো।’

     কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অটল টানেল সমগ্র অঞ্চলের জন্য একটি বড় আশীর্বাদ হয়ে দেখা দেবে। মানুষ এখন থেকে সহজে স্বাস্থ্য পরিষেবার সুবিধা, বাণিজ্যের সুযোগ এবং অত্যাবশ্যকীয় পণ্য পাবেন। এটা আমাদের সামরিক প্রস্তুতিকেও শক্তিশালী করবে এবং পর্যটন ক্ষেত্রে বৃদ্ধি ঘটিয়ে কর্মসংস্থান তৈরি করবে।’

     ৯.০২ কিলোমিটার দীর্ঘ টানেলটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার মিটার (১০ হাজার ফুট) উচ্চতায় হিমালয়ের পীরপাঞ্জাল রেঞ্জে অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত। অটল টানেলটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রতিদিন সর্বোচ্চ ঘন্টায় ৮০ কিলোমিটার গতিতে ৩ হাজার গাড়ি এবং দেড় হাজার ট্রাক যেতে পারে। টানেলে বায়ু-চলাচল, অগ্নি নির্বাপণ, আলো, নজরদারির আধুনিক ব্যবস্থা আছে। টানেলটি যথেষ্ট সুরক্ষিত।

     অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় ৩রা জুন ২০০০ সালে রোটাং পাশের নিচে এই টানেলটি গড়ার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। দক্ষিণ দিকে যাওয়ার রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন হয় ২০০২এর ২৬শে মে।

     ২০১৯এর ২৪শে ডিসেম্বর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর অবদানকে সম্মান জানাতে রোটাং টানেলের নাম অটল টানেল রাখার সিদ্ধান্ত নেয়।

 

 

CG/AP/NS


(Release ID: 1661467) Visitor Counter : 177