ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
সদর কার্যালয় মুম্বাইয়ে একটি চরখার আবরণ উন্মোচন করার মধ্য দিয়ে গান্ধী জয়ন্তী উদযাপন কেভিআইসি-র
Posted On:
02 OCT 2020 4:38PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২ অক্টোবর, ২০২০
খাদি ও গ্রামোদ্যোগ কমিশন (কেভিআইসি) তার সদর কার্যালয় মুম্বাইয়ে ৩.৫ ফুটের একটি ইস্পাতের চরখা স্থাপন করে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উদযাপন করেছে। কমিশনের চেয়ারম্যান শ্রী বিনয় কুমার সাক্সেনা ওয়েব-কনফারেন্সের মাধ্যমে এই চরখার আবরণ উন্মোচন করেন। এই উপলক্ষে তিনি বলেন, চরখার সুদীর্ঘ যাত্রাপথ ভারতের স্বদেশী আন্দোলনের প্রতীক। আত্মনির্ভরতার লক্ষ্যে এবং আর্থিক স্বচ্ছলতার দিক থেকেও চরখা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তাই, স্বদেশী আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আজকের এই মুহূর্ত কমিশনের কাছে এক গর্বের সময়। তিনি আরও বলেন, স্বয়ং প্রধানমন্ত্রী চরখা নামক যন্ত্রটিকে আমাদের সমাজ ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে বিশ্ব মানচিত্রে তুলে ধরার পরিকল্পনা নিয়েছেন। প্রধানমন্ত্রীর এই দূরদৃষ্টি অনুসরণ করেই কমিশন দরিদ্র থেকে দরিদ্রতর মানুষের জীবনে আশার আলো দেখাতে তাঁদের আর্থ-সামাজিক ব্যবস্থায় নিরন্তর অগ্রগতির লক্ষ্যে একাধিক প্রয়াস গ্রহণ করে আসছে। কোভিড-১৯ প্রতিকূল ও চ্যালেঞ্জিং সময়েও কমিশনের এই প্রয়াস অব্যাহত ছিল। তিনি বলেন, জাতি গঠনে কমিশন এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর সুস্পষ্ট প্রতিফলন দেখা যায় গত ৮ বছরে যখন খাদি ও গ্রামোদ্যোগ ক্ষেত্রের বিকাশ হার ৬.২৮ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশে পৌঁছেছে। স্বাভাবিকভাবেই এই বিকাশ হার খাদি ও গ্রামোদ্যোগ শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীদের ক্ষমতায়নের প্রতীকস্বরূপ।
কমিশনের সদর কার্যালয় মুম্বাইয়ে আরও একবার চরখা বসানো সেই সমস্ত শিল্পীদের প্রতি যথার্থ শ্রদ্ধা যাঁরা গান্ধীজির পরম্পরাকে এগিয়ে নিয়ে যেতে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। উল্লেখ করা যেতে পারে, গত চার বছরে কমিশন নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, নতুন দিল্লির কনট প্লেসের রাজীব চক, মোতিহারির গান্ধী মিউজিয়ামের সামনে এবং সরবমতী নদীর পাড়ে ইস্পাতের চরখা বসিয়েছে।
এর আগে, কমিশনের চেয়ারম্যান গতকাল জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীর প্রাক্কালে সারা দেশে ১৫০টি কর্মসূচির সূচনা করেন। এ প্রসঙ্গে কমিশনের চেয়ারম্যান বলেন, এ ধরনের কর্মসূচি গ্রহণের উদ্দেশ্যই হল স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং শিল্পীদের আত্মনির্ভর করে তোলা।
কমিশন মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীর এই পূণ্য লগ্নে খাদি ও গ্রামোদ্যোগ ক্ষেত্রের সমস্ত পণ্যসামগ্রীর ক্ষেত্রে ২০ শতাংশ হারে ছাড় দিচ্ছে। ছাড়ের এই সুবিধা দেশে কমিশনের সমস্ত বিভাগীয় বিক্রয় কেন্দ্রে পাওয়া যাচ্ছে। এছাড়া, আজ কমিশনের পক্ষ থেকে স্বচ্ছতা অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়।
CG/BD/DM
(Release ID: 1661073)
Visitor Counter : 111