বিদ্যুৎমন্ত্রক

২০২০-২১ অর্থবর্ষের জন্য লক্ষ্য পূরণের বিস্তারিত বিবরণ সম্বলিত নথিপত্রে বিদ্যুৎ মন্ত্রকের সঙ্গে আরইসি সংস্থার সমঝোতা স্বাক্ষর

Posted On: 01 OCT 2020 3:24PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১ অক্টোবর,  ২০২০

 

 

চলতি অর্থবর্ষে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত উদ্যোগ দপ্তর আরইসি সংস্থার জন্য এক উচ্চাকাঙ্খী লক্ষ্য পূরণের দিশা চূড়ান্ত করেছে। ২০২০-২১ অর্থবর্ষে আরইসি সংস্থার রাজস্ব বাবদ আয়ের লক্ষ্য স্থির হয়েছে ২৯ হাজার কোটি টাকা, যা গত বছরের তুলনায় ১৭.৫ শতাংশ বেশি। সংস্থাটির কাজকর্ম পরিচালনা খাতে মুনাফার সীমা স্থির হয়েছে ২৮ শতাংশ, যা গত বছর অর্জিত ২৩.২৩ শতাংশের তুলনায় ৪ শতাংশেরও বেশি। একইভাবে, সংস্থাটির জন্য কাজকর্ম সম্পর্কিত মাপকাঠি এবং আর্থিক ব্যবস্থা বহির্ভূত মাপকাঠির নিরিখে কেন্দ্রীয় সরকার একাধিক উচ্চাকাঙ্খী লক্ষ্য স্থির করেছে। এই লক্ষ্য পূরণের মাপকাঠিগুলির মধ্যে রয়েছে – দিনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনার লক্ষ্য পূরণ প্রভৃতি। আজ এই সমঝোতাপত্রে স্বাক্ষর করেন আরইসি সংস্থার সিএমডি শ্রী সঞ্জীব কুমার গুপ্তা এবং পিএফসি সংস্থার সিএমডি শ্রী রবীন্দর সিং ভিলো। 

আরইসি ধার্য লক্ষ্যগুলি পূরণে অত্যন্ত আশাবাদী। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, চলতি মহামারী সত্ত্বেও ধার্য লক্ষ্য পূরণ করতে তাঁরা সক্ষম হবে। আত্মনির্ভর ভারত কর্মসূচি থেকেও এই লক্ষ্য পূরণে বড় সাহায্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। কারণ, রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থাগুলি আত্মনির্ভর ভারত অভিযানের সুযোগ-সুবিধাকে কাজে লাগাতে সক্ষম হবে। অন্যদিকে, আরইসি চলতি অর্থবর্ষেই ৪৫ হাজার কোটি টাকার ঋণ সহায়তা দিতে পারবে বলে আশা করছে। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকেই পুনর্নবীকরণযোগ্য গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিতে যে পরিমাণ ঋণ সহায়তা দেওয়া হয়েছে, তা গত বছরের সহায়তার পরিমাণকে ইতিমধ্যেই ছাপিয়ে গেছে। এছাড়াও, আরইসি সংস্থাটি ২০২০-২১ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে সর্বকালীন রেকর্ড ১ হাজার ৮৩৯ কোটি টাকা মুনাফা করেছে। কাজকর্ম পরিচালনা খাতে চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে রাজস্বের পরিমাণ ৮ হাজার ৪২১ কোটি টাকা। এ থেকে প্রমাণিত হয়, সংস্থাটি গত বছরের ধার্য লক্ষ্যমাত্রা সফলভাবে পূরণ করতে সক্ষম হয়েছে।

বিদ্যুৎ ক্ষেত্রে অর্থ সহায়তা ও উন্নয়নের ওপর অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যে ব্যাঙ্ক বহির্ভূত নবরত্ন মর্যাদাপ্রাপ্ত একটি আর্থিক প্রতিষ্ঠান আরইসি লিমিটেড। ১৯৬৯ সালে সংস্থাটির গোড়াপত্তন হয়। ইতিমধ্যেই সংস্থাটি বিদ্যুৎ ক্ষেত্রে অর্থ সহায়তায় ৫০ বছরেরও বেশি পার করেছে। দিনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা, সৌভাগ্য যোজনা প্রভৃতির মতো বিদ্যুৎ ক্ষেত্রের সঙ্গে যুক্ত কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ কর্মসূচিগুলি রূপায়ণে আরইসি নোডাল এজেন্সি হিসাবে কাজ করে। 

 

CG/BD/SB



(Release ID: 1660766) Visitor Counter : 76