স্বরাষ্ট্র মন্ত্রক
কুয়েতের আমীর শেখ সাবহ আল-আহমেদ আল-জাবের আল-সাবহ’র প্রয়াণে সম্মানের নিদর্শন-স্বরূপ ৪ঠা অক্টোবর একদিনের রাষ্ট্রীয় শোক
Posted On:
01 OCT 2020 4:29PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০১ অক্টোবর, ২০২০
কুয়েতের আমীর শেখ সাবহ আল-আহমেদ আল-জাবের আল-সাবহ গত ২৯শে সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন। প্রয়াত আমীরের আত্মার প্রতি সম্মানের নিদর্শন-স্বরূপ ভারত সরকার আগামী ৪ঠা অক্টোবর সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে।
সারা ভারতের সমস্ত ভবনে যেখানে জাতীয় পতাকা রয়েছে, আগামী ৪ঠা অক্টোবর সেই সমস্ত ভবনগুলিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার এবং ঐদিন সমস্ত সরকারি কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত হয়েছে।
CG/BD/SB
(Release ID: 1660763)
Visitor Counter : 128