সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক

গোয়ালিওর-মোরেনা উড়াল-পথ জাতির উদ্দেশে উৎসর্গ

Posted On: 28 SEP 2020 11:47AM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৮ সেপ্টেম্বর, ২০২০
 
 
 
 
    মধ্যপ্রদেশের মোরেনা শহরে ৩ নম্বর জাতীয় সড়কের ওপর ১০৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১.৪২০ কিলোমিটার দীর্ঘ উড়াল-পথ আজ জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ, গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতী রাজ এবং খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহ্বান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী থেওয়র চাঁদ গেহলত, শ্রী ফগ্গন সিং কুলস্তে, সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী জেনারেল (অবসরপ্রাপ্ত) ভি কে সিং এবং স্থানীয় সাংসদ ও বিধায়করা। 
 
    এই উড়াল-পথটি মধ্যপ্রদেশের গোয়ালিওর এবং রাজস্থানের ধোলপুরের মধ্যে সংযোগ স্থাপন করেছে। নির্ধারিত ১৮ মাসের মধ্যেই এই উড়াল-পথ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। ৪ লেনের এই উড়াল-পথ পরিকাঠামোটি ৭৮০ মিটার দীর্ঘ। এই উড়াল-পথটিতে ঢোলপুরের দিকে ৩০০ মিটার এবং গোয়ালিওরের দিকে ৩৪০ মিটার দীর্ঘ প্রাচীর রয়েছে। উড়াল-পথে উভয় পাশেই সংযুক্ত পরিষেবা সড়ক রয়েছে। এই উড়াল-পথ নির্মাণের ফলে মোরেনা শহরে যানজট এড়ানো যাবে। এতে গাড়ির জ্বালানী এবং সময় দুটিই বাঁচবে।
 
    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর এই প্রকল্পটি দ্রুত অনুমোদন এবং নির্ধারিত সময়ের মধ্যে এর কাজ সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করিকে এবং প্রতিমন্ত্রী জেনারেল (অবসরপ্রাপ্ত) ভি কে সিং-কে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই উড়াল-পথ নির্মাণের ফলে যান চলাচল আরও সহজ হয়ে উঠবে। 
 
    মুখ্যমন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান বলেন, এই উড়াল-পথ নির্মাণের ফলে দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়েছে। তিনি বলেন, এই জেলাতে একাধিক উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি মোরেনার সাধারণ নাগরিককে কেবলমাত্র উন্নয়নমূলক কর্মকান্ড প্রত্যক্ষ করার জন্য নয়, এতে আন্তরিকভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। 
 
    কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী জেনারেল (অবসরপ্রাপ্ত) ভি কে সিং বলেন, সরকার জনগণের সুবিধার্থে একাধিক উন্নয়নমূলক কাজ চালাচ্ছে। তিনি বলেন, এই উড়াল-পথ নির্মাণের ফলে একাধিক দুর্ঘটনা দূর করা সম্ভব হবে।
 
 
 
CG/SS /NS

(Release ID: 1659841) Visitor Counter : 169