ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক

আজ থেকে বাকি রাজ্যগুলির ধান/চালের সংগ্রহ শুরু হল

Posted On: 28 SEP 2020 4:00PM by PIB Kolkata

নতুনদিল্লি, ২৮শে সেপ্টেম্বর, ২০২০

 


খাদ্য ও গনবন্টন দপ্তর এখন ২০২০-২১খারিফ বিপণন মরসুমে (কেএমএস) ধান / চালের (খারিফ ফসল) সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। যেসব রাজ্যগুলির সংগ্রহ প্রক্রিয়া বাকি ছিল তাদের  ২৮ শে সেপ্টেম্বর, 2020 থেকে এই প্রক্রিয়া শুরু করার অনুমতি দিয়েছে। তবে, 2১শে সেপ্টেম্বর থেকে কেরালার এবং ২৬শে সেপ্টেম্বর থেকে পাঞ্জাব ও হরিয়ানার সংগ্রহ শুরু হওয়া অপরিবর্তিত  রয়েছে। কৃষকরা তাদের ফসল ন্যূনতম সহায়ক মূল্যে (এমএসপি) দ্রুততার সঙ্গে যাতে বিক্রয় করতে পারেন, এই প্রক্রিয়া  সেটি নিশ্চিত করবে ।     

 

প্রথমবারের মতো সুরক্ষিত ধান  শস্য (এফআরকে) গ্রেড এ ও অভিন্ন ধানের জন্য একই ধরণের নির্দিষ্ট নিয়ম জারি করা হয়েছে সুরক্ষিত ধান সংগ্রহের ক্ষেত্রে, যার মধ্যে ১% এফআরকে (ডাব্লু / ডাব্লু) স্বাভাবিকের সঙ্গে সাধারণ ধান মিশ্রিত করা হবে। রাজ্য সরকারগুলিকে অনুরোধ করা হয়েছে যে কৃষকরা যাতে তাদের উৎপাদনের যথাযথ দাম পান এবং কোথাও যাতে ধান সংগ্রহ করতে অস্বীকার না করা হয়,  তা নিশ্চিত করার জন্য একই ধরণের নির্দিষ্ট নিয়ম সম্পর্কে ব্যাপক প্রচার করা উচিত। 
 

সমস্ত রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল এবং ভারতের খাদ্য নিগমকে পরামর্শ দেওয়া হয়েছে যে ২০২০-২১খারিফ বিপণন মরসুমে সংগ্রহ চলার এই প্রক্রিয়ায় কঠোরভাবে   নিয়ম গুলি মানতে হবে। ভারতের খাদ্য নিগম এবং রাজ্যস্তরে সংগ্রহকারী সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে,  সংগ্রহ করার সময় কৃষকদের যাতে কোন সমস্যা না হয় ও ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) যাতে তাঁরা পান তা  নিশ্চিত করতে হবে।

 

 

CG/CB



(Release ID: 1659812) Visitor Counter : 201