স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড-১৯এর সাম্প্রতিক তথ্য

प्रविष्टि तिथि: 27 SEP 2020 1:05PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৭ সেপ্টেম্বর, ২০২০

 


    ভারতে বেশ কিছুদিন ধরে টানা নতুন আক্রান্তদের থেকে সংখ্যায় সুস্থতা বেশি হচ্ছে। 


    দেশে গত ২৪ ঘন্টায় ৯২ হাজার ৪৩ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে ৭৬ শতাংশ ১০টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে।


    মহারাষ্ট্র তালিকার প্রথমেই আছে। শুধু এই রাজ্যেই ২৩ হাজার মানুষ সুস্থ হয়েছেন। অন্ধ্রপ্রদেশে সুস্থ হয়েছেন ৯ হাজারের বেশি। 


    গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৮ হাজার ৬০০ জন। এরমধ্যে ৭৭ শতাংশ ১০টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। 


    এই তালিকাতেও মহারাষ্ট্র শীর্ষে। সেখানে আক্রান্তের সংখ্যা ২০ হাজারের বেশি। এরপরে আছে কর্ণাটক ৮ হাজারের বেশি। তারপরে অন্ধ্রপ্রদেশ ৭ হাজারের বেশি।


    গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ১২৪ জনের। 


    কোভিডের কারণে গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ৮৪ শতাংশ ১০টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে।


    নতুন করে মৃতের মধ্যে ৩৮ শতাংশের বেশি মহারাষ্ট্রে। সেখানে মৃত্যু হয়েছে ৪৩০ জনের। এরপরে আছে কর্ণাটক। সেখানে মৃত্যু হয়েছে ৮৬ জনের। এর পরে আছে তামিলনাডু়, মৃতের সংখ্যা ৮৫।

 


CG/AP/NS


(रिलीज़ आईडी: 1659620) आगंतुक पटल : 221
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , English , Urdu , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Malayalam