আয়ুষ
জম্মু-কাশ্মীরে ফসল উৎপাদন পরবর্তী ব্যবস্থাপনা কেন্দ্রের শিলান্যাস ও ২১টি আয়ুষ স্বাস্থ্যকেন্দ্রের বৈদ্যুতিন প্রক্রিয়ায় সূচনা করেছেন আয়ুষ মন্ত্রী
Posted On:
26 SEP 2020 1:28PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর, ২০২০
কেন্দ্রীয় আয়ুষ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী শ্রীপাদ নায়েক এবং প্রধানমন্ত্রীর দপ্তর ও উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং ভাদেরহ-তে ঔষধি গাছের উৎপাদনের পর সেগুলির ব্যবস্থাপনা কেন্দের শিলান্যাস এবং ২১টি আয়ুষ স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেছেন। জম্মু-কাশ্মীরে এই কেন্দ্রগুলির ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন এবং শিলান্যাস করা হয়েছে।
ঔষধি গাছের উৎপাদনের পর ব্যবস্থাপনা কেন্দ্রে সেগুলিকে শুকানো, বাছাই করা, প্রক্রিয়া করা, শংসাপত্র প্রদান, প্যাকেটজাত করে নিরাপদে সঞ্চিত করে রাখা হয়। স্থানীয় জনসাধারণ এই কাজটি করার মধ্য দিয়ে আরও বেশি অর্থ যাতে উপার্জন করতে পারেন, এই কেন্দ্র সে বিষয়ে সহায়তা করবে।
যে ২১টি আয়ুষ স্বাস্থ্যকেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পে জম্মু-কাশ্মীরে আজ উদ্বোধন করা হয়েছে, সেগুলির সাহায্যে এই কেন্দ্রশাসিত অঞ্চলের জনসাধারণ অসুস্থ হলে উপকৃত হবেন। আয়ুষ কেন্দ্রের মূল উদ্দেশ্য হল রোগ প্রতিরোধ করা। এক্ষেত্রে স্বাস্থ্যকর জীবনযাত্রা, খাদ্যাভ্যাস, যোগাসন এবং ঔষধি গাছের সাহায্য নেওয়া হয়।
শ্রী নায়েক তাঁর ভাষণে বলেছেন, ভাদেরহ-তে এই কেন্দ্রের সাহায্যে ঔষধি গাছের উৎপাদন-পরবর্তী ব্যবস্থাপনায় এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ হবে। হিমালয়ে বহু ঔষধি গাছের রোগ প্রতিরোধের বিপুল সম্ভাবনা রয়েছে। মন্ত্রী কেন্দ্রের এই প্রকল্পে জম্মু-কাশ্মীর প্রশাসনের সহযোগিতার প্রশংসা করেছেন।
ডঃ সিং তাঁর ভাষণে বলেছেন, এই কেন্দ্রের মাধ্যমে এলাকায় কর্মসংস্থানের সুযোগ গড়ে উঠবে। এছাড়াও, আয়ুষ স্বাস্থ্যকেন্দ্রগুলি মানুষের চাহিদাই মেটাবে না, আন্তর্জাতিক স্তরে আয়ুষ পদ্ধতির চিকিৎসাকেও পরিচিত করে তুলবে।
CG/CB/DM
(Release ID: 1659355)
Visitor Counter : 125