অসামরিকবিমানপরিবহণমন্ত্রক

অন্তর্দেশীয় বিমান চলাচল শুরু হওয়ার পর ১ কোটির বেশি যাত্রী বিমান পরিবহনের সুযোগ গ্রহণ করেছেন

Posted On: 25 SEP 2020 4:08PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৫ সেপ্টেম্বর, ২০২০

 

 

২৫শে মে থেকে অন্তর্দেশীয় বিমান চলাচল শুরু হওয়ার পর ১ কোটির বেশি যাত্রী ১ লক্ষ ৮ হাজার ২১০টি উড়ানে যাওয়া-আসা করেছেন। অসামরিক বিমান চলাচল দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী হরদীপ সিং পুরি এই তথ্য জানিয়ে বলেছেন অন্তর্দেশীয় বিমান চলাচলে যাত্রী পরিবহনের পরিমান ক্রমশ বাড়ছে। খুব শীঘ্রই প্রাক-কোভিড সময়ে যাত্রী পরিবহনের মতোই বিমানে যাত্রী সংখ্যা বৃদ্ধি পাবে। আত্মনির্ভর ভারত অভিযানের দিকে আরও একধাপ এগোনোয় তিনি সংশ্লিষ্ট সব পক্ষকেই অভিনন্দন জানিয়েছেন।

মন্ত্রী জানিয়েছেন ২৪শে সেপ্টেম্বরের হিসেব অনুযায়ী ১ হাজার ৩৯৩টি বিমানে ১ লক্ষ ১৯ হাজার ৭০২ জন যাত্রী বিভিন্ন গন্তব্যের দিকে রওনা হয়েছেন এবং এই সময়ে ১ হাজার ৩৯৪টি বিমানে ১ লক্ষ ২১ হাজার ১২৬ জন যাত্রী তাঁদের গন্তব্যে পৌঁছেছেন। দেশের বিমান বন্দরগুলি ২ লক্ষ ৪০ হাজার ৮২৮ জন যাত্রী প্রতিদিন ব্যবহার করছেন।

কোভিড-১৯ মহামারীর প্রেক্ষিতে ২৫শে মার্চ থেকে বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ হয়ে যায়। ২ মাস পর ২৫শে মে থেকে বিমান পরিষেবা আবারও শুরু হয়েছিল।

 

 

CG/CB/NS


(Release ID: 1659148) Visitor Counter : 197