সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
হাইড্রোজেন জ্বালানীর সুবিধাযুক্ত যানবাহনের সুরক্ষার মানের বিষয়ে প্রজ্ঞাপন
Posted On:
24 SEP 2020 12:53PM by PIB Kolkata
নতুনদিল্লি, ২৪শে সেপ্টেম্বর, ২০২০
কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক, ২৩শে সেপ্টেম্বর কেন্দ্রীয় মোটর ভেহিক্যালস আইন, ১৯৮৯-এর একটি সংশোধনীর মাধ্যমে হাইড্রোজেনের জ্বালানী ব্যবহার করে যানবাহন চালানোর ক্ষেত্রে বাহনের সুরক্ষার মানের বিষয়ে বিজ্ঞপ্তি জারী করেছে।
এর ফলে দেশে জ্বালানী সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব হাইড্রোজেন জ্বালানীর সাহায্যে গাড়ি চালানোতে উৎসাহ বাড়বে।
এই ধরণের গাড়ি নির্মাতা ও সরবরাহকারীরা গাড়ির পরীক্ষা নিরীক্ষার জন্য মান সম্পর্কে ধারণা পাবেন। আন্তর্জাতিক মানের সঙ্গে সাযুজ্য রেখে এই মান তৈরি করা হয়েছে।
CG/CB
(Release ID: 1658864)
Visitor Counter : 197