স্বরাষ্ট্র মন্ত্রক

কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে কোভিড-১৯ সংক্রান্ত ঘটনা

Posted On: 20 SEP 2020 5:08PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর, ২০২০

 

 

কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী বাহিনী-ভিত্তিক কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা, মৃত্যু হার ও সুস্থতার হার গত ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত নিম্নরূপ :

 

বাহিনীর নাম

কোভিড আক্রান্তের সংখ্যা

মৃত্যু হার শতাংশের হিসাবে

সুস্থতার হার শতাংশের হিসাবে

বিএসএফ

8934

0.26

80.41

সিআরপিএফ

9158

0.39

84.04

সিআইএসএস

5544

0.43

75.25

আইটিবিপি

3380

0.21

69.79

এসএসবি

3251

0.22

70.77

এনএসজি

225

Nil

76.44

এআর

1746

0.40

61.63

 

কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর কর্মীদের কোভিড-১৯ চিকিৎসা, আরোগ্য লাভের ক্ষেত্রে সহায়তা প্রভৃতি বিষয়ে অগ্রাধিকার দিয়ে সরকার বাহিনীর কর্মীদের স্বার্থে পৃথক কোভিড-১৯ হাসপাতাল, কোভিড কেয়ার সেন্টার গড়ে তুলেছে। এছাড়াও, কোভিড-১৯ সংক্রান্ত কর্তব্য পালনের সময় বাহিনীর কোনও কর্মীর কোভিড-১৯ জনিত কারণে মৃত্যু হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মীর পরিবারের নিকট একজনকে মৃত্যুজনিত প্রদেয় সুযোগ-সুবিধাগুলির পাশাপাশি ১৫ লক্ষ টাকা এককালীন অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

লোকসভায় আজ এক প্রশ্নের জবাবে এই তথ্য দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রাই।

 

 

CG/BD/SB



(Release ID: 1657110) Visitor Counter : 192