স্বরাষ্ট্র মন্ত্রক
কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে কোভিড-১৯ সংক্রান্ত ঘটনা
Posted On:
20 SEP 2020 5:08PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর, ২০২০
কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী বাহিনী-ভিত্তিক কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা, মৃত্যু হার ও সুস্থতার হার গত ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত নিম্নরূপ :
বাহিনীর নাম
|
কোভিড আক্রান্তের সংখ্যা
|
মৃত্যু হার শতাংশের হিসাবে
|
সুস্থতার হার শতাংশের হিসাবে
|
বিএসএফ
|
8934
|
0.26
|
80.41
|
সিআরপিএফ
|
9158
|
0.39
|
84.04
|
সিআইএসএস
|
5544
|
0.43
|
75.25
|
আইটিবিপি
|
3380
|
0.21
|
69.79
|
এসএসবি
|
3251
|
0.22
|
70.77
|
এনএসজি
|
225
|
Nil
|
76.44
|
এআর
|
1746
|
0.40
|
61.63
|
কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর কর্মীদের কোভিড-১৯ চিকিৎসা, আরোগ্য লাভের ক্ষেত্রে সহায়তা প্রভৃতি বিষয়ে অগ্রাধিকার দিয়ে সরকার বাহিনীর কর্মীদের স্বার্থে পৃথক কোভিড-১৯ হাসপাতাল, কোভিড কেয়ার সেন্টার গড়ে তুলেছে। এছাড়াও, কোভিড-১৯ সংক্রান্ত কর্তব্য পালনের সময় বাহিনীর কোনও কর্মীর কোভিড-১৯ জনিত কারণে মৃত্যু হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মীর পরিবারের নিকট একজনকে মৃত্যুজনিত প্রদেয় সুযোগ-সুবিধাগুলির পাশাপাশি ১৫ লক্ষ টাকা এককালীন অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
লোকসভায় আজ এক প্রশ্নের জবাবে এই তথ্য দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রাই।
CG/BD/SB
(Release ID: 1657110)
Visitor Counter : 237