স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগার

Posted On: 15 SEP 2020 3:00PM by PIB Kolkata

নতুনদিল্লি, ১৫ই সেপ্টেম্বর, ২০২০

 


স্বাস্থ্য গবেষণা দপ্তরের স্বশাসিত সংস্থা ভারতীয় চিকিৎসা বিজ্ঞান গবেষণা পরিষদের থেকে প্রাপ্ত তথ্য অনুসারে দেশে মার্চ , এপ্রিল, মে, জুন এবং জুলাই মাসে কোভিডের নমুনা পরীক্ষার জন্য  যথাক্রমে ১৫২, ২৪৭, ২৭৫,৩৬৭ ও ২৯৮টি পরীক্ষাগার খোলা হয়েছে।

পশ্চিমবঙ্গে মার্চ , এপ্রিল, মে, জুন এবং জুলাই মাসে কোভিডের নমুনা পরীক্ষার জন্য  যথাক্রমে ৫,১২, ২২,১২ ও ৮টি পরীক্ষাগার খোলা হয়েছে।


ত্রিপুরায়  এপ্রিল মাসে কোভিডের নমুনা পরীক্ষার জন্য  ১ টি পরীক্ষাগার খোলা হয়েছে।


অসমে মার্চ , এপ্রিল, মে, জুন এবং জুলাই মাসে কোভিডের নমুনা পরীক্ষার জন্য  যথাক্রমে ৪, ২,৩,৪ ও ১০টি পরীক্ষাগার খোলা হয়েছে।


আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মার্চ , এপ্রিল এবং জুলাই মাসে কোভিডের নমুনা পরীক্ষার জন্য  যথাক্রমে ১, ২ ও ১টি পরীক্ষাগার খোলা হয়েছে।

রাজ্যসভার আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর শ্রী অশ্বিনী কুমার চৌবে ।

 


CG/CB


(Release ID: 1654702) Visitor Counter : 101