স্বরাষ্ট্র মন্ত্রক

জাতীয় ক্রীড়া দিবসে ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ

Posted On: 29 AUG 2020 3:28PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ আগস্ট, ২০২০

 



কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন। একাধিক ট্যুইট বার্তায় শ্রী শাহ বলেছেন, “জাতীয় ক্রীড়া দিবসে আমি আমাদের সকল ক্রীড়াবিদদের অভিনন্দন জানাই। তাঁরা তাঁদের আবেগ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ভারতকে গর্বিত করে তুলেছে।” তিনি আরও বলেছেন, “খেলো ইন্ডিয়া এবং ফিট ইন্ডিয়ার মতো উদ্যোগগুলির মাধ্যমে খেলাধূলার প্রচার ও যুব প্রতিভা অন্বেষণে মোদী সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী হকির যাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। শ্রী শাহ বলেন, “মেজর ধ্যানচাঁদ ছিলেন অসাধারণ কিংবদন্তী হকি খেলোয়াড় যিনি তিনটি অলিম্পিক স্বর্ণ পদক জিতেছিলেন। তাঁর হকির যাদুতে লক্ষ লক্ষ মানুষ মুগ্ধ ছিলেন।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী আরও বলেন, “দেশমাতৃকার প্রতি তাঁর প্রেম, নিষ্ঠাএবং প্রতিভা ও লক্ষ্য আগামীদিনে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

উল্লেখ্য, ১৯০৫ সালের ২৯শে আগস্ট মেজর ধ্যানচাঁদের জন্ম। তাঁর এই জন্মদিনটিকে চিরস্মরণীয় করে রাখতে প্রতি বছর ২৯শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হয়ে থাকে।

 

 


CG/SS/DM


(Release ID: 1649538) Visitor Counter : 124