প্রতিরক্ষামন্ত্রক

চতুর্দশ ভারত-সিঙ্গাপুর প্রতিরক্ষা নীতি সম্পর্কিত বিষয় নিয়ে ভিডিও কনফারেন্সে আলোচনা

प्रविष्टि तिथि: 28 AUG 2020 4:31PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ অগাস্ট, ২০২০

 


চতুর্দশ ভারত-সিঙ্গাপুর প্রতিরক্ষা নীতি সম্পর্কিত আলোচনা আজ ভিডিও কনফারেন্সে আয়োজিত হয়। বৈঠকে যৌথভাবে পৌরহিত্য করেন ভারতের প্রতিরক্ষা সচিব ডঃ অজয় কুমার এবং সিঙ্গাপুরের স্থায়ী প্রতিরক্ষা বিষয়ক সচিব মিঃ চ্যান হেঙ কি।


উভয় পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই এই সহযোগিতাকে আরও নিবিড় করার ব্যাপারে সম্মত হয়েছে।


বৈঠক শেষে ভারত ও সিঙ্গাপুরের মধ্যে মানবিক সাহায্য ও বিপর্যয় ত্রাণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

 


CG/BD/SB


(रिलीज़ आईडी: 1649330) आगंतुक पटल : 255
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Urdu , Tamil , English , हिन्दी , Punjabi , Malayalam , Marathi , Assamese , Manipuri