কেন্দ্রীয়লোকসেবাআয়োগ

সিভিল সার্ভিল পরীক্ষা ২০১৯এর ফলাফলের ব্যাপারে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ব্যাখ্যা

Posted On: 06 AUG 2020 1:13PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৬ আগস্ট, ২০২০

 

 


    ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সম্প্রতি নজরে এসেছে যে ২০১৯এর সিভিল সার্ভিস পরীক্ষার জন্য সরকারের দেওয়া  শূন্যপদের তালিকার তুলনায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা কম ছিল বলে ভুয়ো খবর ছড়িয়ে পড়েছে।


    সিভিল সার্ভিস পরীক্ষার অধীনে সার্ভিস/পদে নিয়োগের জন্য কমিশন কঠোরভাবে ভারত সরকারের অনুমোদিত বিজ্ঞাপন অনুসারে পরীক্ষার নিয়ম অনুসরণ করে থাকে। এখানে স্পষ্ট করে বলা হয়েছে ২০১৯এ সিভিল সার্ভিস পরীক্ষায় ৯২৭টি শূন্যপদ ছিল। কমিশন প্রথম দফায় ৮১৯ জন প্রার্থীর ফলাফল প্রকাশ করেছে। সিভিল সার্ভিস পরীক্ষা বিধি ২০১৯এর ১৬ (৪) এবং (৫)এর ধারা অনুযায়ী একটি সংরক্ষিত তালিকাও রেখেছে।


    ২০১৯এর সিভিল সার্ভিস পরীক্ষা বিধি'র ১৬ (৫)এর ধারা অনুসারে নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ইউপিএসসি সংরক্ষিত তালিকাটি গোপন রাখতে বদ্ধপরিকর।

 

 


CG/SS/NS



(Release ID: 1643796) Visitor Counter : 201