বিদ্যুৎমন্ত্রক

জুলাই মাসে এনটিপিসি গ্রুপের মোট বিদ্যুৎ উৎপাদনে ১৩.৩% বৃদ্ধি হয়েছে

Posted On: 04 AUG 2020 6:24PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৪ আগস্ট, ২০২০

 

 


ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড (এনটিপিসি) গ্রুপের মাসিক বিদ্যুৎ উৎপাদন চলতি বছরের জুলাই মাসে ১৩.৩% বৃদ্ধি পেয়েছে। গতমাসে এনটিপিসি ২৩.৫৯ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছিল।এ মাসে এনটিপিসি'র উৎপাদন দাঁড়িয়েছে ২৬.৭৩বিলিয়ন ইউনিট।

 এনটিপিসি লিমিটেডের জারি করা বিবৃতি অনুসারে, কয়লার সাহায্যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে এ বছর  জুলাইয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ৫.৬% বৃদ্ধি পেয়েছে। গত বছরের এই সময়ে সেখানে  বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল ২০.৭৪ বিলিয়ন ইউনিট। এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ২১.৮৯ বিলিয়ন ইউনিট।


 ৬২৯১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম এনটিপিসি গ্রুপের ২৪টি কয়লা, ৭টি কম্বাইন সার্কেল গ্যাস / তরল জ্বালানী, ১ জলবিদ্যুৎ, ১৩টি পুনর্নবীকরণযোগ্য এবং ২৫ টি সহায়ক ও যৌথভাবে পরিচালিত সহ মোট ৭০টি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে।

 

 


CG/SS



(Release ID: 1643367) Visitor Counter : 127