প্রতিরক্ষামন্ত্রক
প্রতিরক্ষা মন্ত্রক যুব সমাজ এবং সাধারণ জনগণের মধ্যে দেশভক্তির অনুভূতি তৈরিতে MyGov-এ ‘আত্মনির্ভর ভারত – স্বতন্ত্র ভারত' ক্যুইজ প্রতিযোগিতা আয়োজন করেছে
Posted On:
29 JUL 2020 3:09PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ জুলাই, ২০২০
আসন্ন স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে ‘আত্মনির্ভর ভারত’কে বড় আকারে প্রচার করার উদ্যোগ নেওয়া হয়েছে। যুব সম্প্রদায় ও সাধারণ মানুষের মধ্যে দেশভক্তির অনুভূতি তৈরি করার লক্ষ্যে ২২শে জুলাই থেকে ১০ই আগস্ট পর্যন্ত MyGov-এর সঙ্গে যৌথভাবে প্রতিরক্ষা মন্ত্রক ‘আত্মনির্ভর ভারত – স্বতন্ত্র ভারত’ শীর্ষক একটি ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে।
এই প্রতিযোগিতায় ১০টি বিভাগে নগদ পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এই প্রতিযোগিতার প্রথম স্থানাধিকারিকে ২৫ হাজার টাকা, দ্বিতীয় স্থানাধিকারিকে ১৫ হাজার টাকা এবং তৃতীয় স্থানাধিকারিকে ১০ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। এছাড়াও, সাতটি সান্তনা পুরস্কার থাকছে। যে কোন ভারতীয় নাগরিক ১৪ বছর বা তার অধিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। এই ক্যুইজ প্রতিযোগিতায় MyGov পোর্টালে -
https://www.google.com/url?q=https%3A%2F%2Fquiz.mygov.in%2Fquiz%2Faatmanirbhar-bharat-swatantra-bharat-quiz%2F&sa=D&sntz=1&usg=AFQjCNFlSMfaI_MVjPaHcyyj01_0cPCK1g -এই লিঙ্কে পাওয়া যাবে।
CG/SS/DM
(Release ID: 1642141)
Visitor Counter : 151