কৃষিমন্ত্রক

ডালশস্য বপনের এলাকা গতবারের তুলনায় ২.৫ গুণ বেড়েছে; তৈলবীজ চাষের এলাকাও এবার বৃদ্ধি পেয়েছে

Posted On: 10 JUL 2020 9:05PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ জুলাই, ২০২০

 

 


কোভিড-১৯ মহামারীর সময় তৃণমূল স্তরে কৃষক এবং কৃষিকাজে সহায়তার জন্য কেন্দ্রীয় কৃষি, সহযোগিতা ও কৃষককল্যাণ দপ্তর একাধিক পদক্ষেপ নিচ্ছে।

খরিফ শস্য চাষের আওতায় এবার বীজ বপনে লক্ষ্যণীয় অগ্রগতি ঘটেছে :

গ্রীষ্মকালীন শস্যের চাষের এলাকা :
ধান – গ্রীষ্মকালীন ধান চাষের এলাকা প্রায় ১ কোটি ২০ লক্ষ ৭৭ হাজার হেক্টর, যা গত বছরের ওই একই সময়ে চাষের এলাকার পরিমাণ ছিল ৯৫ লক্ষ ৭৩ হাজার হক্টর।

ডালশস্য – গত বছরের তুলনায় এবার ডালশস্য চাষের এলাকা প্রায় ৬৪ লক্ষ ২৫ হাজার হেক্টর। গত বছর আলোচ্য সময়ে এই চাষের এলাকার পরিমাণ ছিল ২৪ লক্ষ ৪৯ হাজার হেক্টর।

মোটা জাতীয় দানাশস্য -  মোটা জাতীয় দানাশস্য চাষের এলাকা প্রায় গতবারের ওই একই সময়ের ৭১ লক্ষ ৯৬ হাজার হেক্টর থেকে বেড়ে প্রায় ৯৩ লক্ষ ২৪ হাজার হেক্টর হয়েছে।

তৈলবীজ – তৈলবীজ চাষের এলাকাও গতবারের ৭৫ লক্ষ ২৭ হাজার হেক্টর থেকে বেড়ে এবার প্রায় ১ কোটি ৩৯ লক্ষ ৩৭ হাজার হেক্টর হয়েছে।

আখ – আখ চাষের এলাকা গতবারের ৫০ লক্ষ ৫৯ হাজার হেক্টর থেকে বেড়ে হয়েছে প্রায় ৫০ লক্ষ ৮৯ হাজার।

পাট ও মেস্তা - এ জাতীয় আশ ও তন্তু চাষের এলাকা গতবারের ৬ লক্ষ ৮২ হাজার হেক্টর থেকে বেড়ে এবার ৬ লক্ষ ৮৭ হাজার হেক্টর হয়েছে।

তুলো - এবার তুলো চাষের এলাকা দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৪ লক্ষ ৮২ হাজার হেক্টর। গত বছর ওই পরিমাণ ছিল ৭৭ লক্ষ ৭১ হাজার হেক্টর।

 

 


CG/BD/DM


(Release ID: 1637959) Visitor Counter : 255