সারওরসায়নমন্ত্রক

কোভিড-১৯এর সংকটের সময়েও আরসিএফ কৃষকদের মধ্যে সার সরবরাহ নিশ্চিত করেছে

Posted On: 01 JUL 2020 4:07PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১ জুলাই, ২০২০

 



রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেড দেশের কৃষকদের স্বার্থ রক্ষায় অঙ্গীকারবদ্ধ।  রসায়ন ও সার মন্ত্রকের অধীনন্থ এই রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাটি কোভিড-১৯এর সংকটের সময়েও ‘উজ্জ্বলা’ ইউরিয়া এবং ‘সুফলা’ ব্র্যান্ডের সারগুলি খরিফ শস্য রোপনের সময় কৃষকরা যাতে পান সেটি নিশ্চিত করেছে।


আরসিএফ-এর কারখানাগুলিতে সারের উপাদন প্রচুর পরিমাণে হচ্ছে। এই দুটি সার ছাড়াও এই সংস্থাটি ডিএপি, এপিএস এবং এনপিকে কৃষকদের মধ্যে প্রচুর পরিমাণে সরবরাহ করেছে।


এই প্রসঙ্গে উল্লেখযোগ্য আরসিএফ ভারতের সংস্থাগুলির তালিকায় ২০১৯ সালে ১৫৫ নম্বর স্থানে পৌঁছেছে। ২০১৮তে এই সংস্থাটির স্থান ছিল ১৯১। সংস্থার কর্ণধার এসসি মুদগেরিকর জানান, কর্মীদের কঠোর পরিশ্রমের ফলেই এবং দপ্তরের সহযোগিতায় এই অভিষ্ট লক্ষ্যে সংকটের মধ্যেও পৌঁছানো গেছে।

 



CG/CB/NS



(Release ID: 1635695) Visitor Counter : 139