স্বরাষ্ট্র মন্ত্রক

আরব সাগরের ওপর ঘনীভূত ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি নিয়ে জাতীয় বিপর্যয় পরিচালন ব্যবস্থাপনা কতৃপক্ষ (এনডিএমএ), জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তাদের সাথে পর্যালোচনা বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ'র

Posted On: 01 JUN 2020 8:23PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১ জুন, ২০২০

 



কেন্দ্রীয়স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ আজ আরব সাগরে ওপর ঘনীভূত ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি নিয়ে জাতীয় বিপর্যয় পরিচালন ব্যবস্থাপনা কতৃপক্ষ (এনডিএমএ), জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী  (এনডিআরএফ), ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তাদের সাথে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন। এই ঘূর্ণিঝড়টি মহারাষ্ট্র, গুজরাত এবং দমন ও দিউয়ের কিছু জায়গায় আঘাত হানতে পারে  বলে মনে করা হচ্ছে।

যদিও এর আগে ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছিল যে, দক্ষিণ-পূর্ব এবং পার্শ্ববর্তী পূর্ব-মধ্য আরব সাগর ও লক্ষদ্বীপ অঞ্চলে তৈরি হওয়া নিম্নচাপটি  ক্রমশই ঘনীভূত হয়ে পরবর্তী ১২ ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপটি পরবর্তী ২৪ ঘন্টায় আরব সাগরের পূর্ব মধ্য অঞ্চলের  উপর একটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে।

এরপরেই, শ্রী শাহ গুজরাত ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, শ্রী বিজয় রুপানী এবং শ্রী উদ্ধব ঠাকরে, দাদ্রা - নগর হাভেলি এবং দমন ও দিউ'র প্রশাসক শ্রী প্রফুল প্যাটেলের সঙ্গে ভিডিও কনফারেন্সর মাধ্যমে বৈঠক করেছেন।স্বরাষ্ট্র মন্ত্রী  আসন্ন ঘূর্ণিঝড় মোকাবিলায় তাদের সকলকেই কেন্দ্রের পক্ষ থেকে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন। এমনকি পরিস্থিতি মোকাবিলার জন্য তাদের কি প্রয়োজন তা বিস্তারিত ভাবে জানতে চেয়েছেন।

ইতোমধ্যে এনডিআরএফ'এর ১৩টি দল গুজরাতে পাঠানো হয়েছে।২টি দল কে প্রস্তুত রাখা হয়েছে। মহারাষ্ট্রে ১৬টি এনডিআরএফ'এর দল পাঠানো হয়েছে। দমন ও দিউ এবং  দাদ্রা ও নগর হাভেলিতে একটিকরে  দল  মোতায়েন করা হয়েছে।  এনডিআরএফ উপকূলীয় অঞ্চলের নিচু এলাকা  থেকে মানুষকে সরিয়ে নেওয়ার জন্য রাজ্য সরকারকে সহায়তা করছে।

 


CG/SS



(Release ID: 1628557) Visitor Counter : 174