সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক

অবৈধ অথবা বাতিল ফাস্টট্যাগ লাগানো গাড়িকে দ্বিগুন মাশুল দিতে হবে

Posted On: 17 MAY 2020 2:08PM by PIB Kolkata

নতুন দিল্লী, ১ই মে, ২০২০

 

 


     সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক ১৫ই মে (শুক্রবার) ২০০৮এর জাতীয় সড়কের শুল্ক  (নির্ধারণের হার এবং সংগ্রহ) আইনের সংশোধন এনে বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অবৈধ অথবা বাতিল ফাস্টট্যাগ লাগানো যেসব গাড়ি 'ফি প্লাজা' জোনের ফাস্টট্যাগ লেনে প্রবেশ করবে  তাদের  দ্বিগুন মাশুল দিতে হবে।


    এই সংশোধনীর আগে, গাড়ি ব্যবহারকারী ফাস্টট্যাগ ব্যবহার না করে ফাস্টট্যাগ লেনে ঢুকে পরলে দ্বিগুন মাশুল দিতে  হত।

 

 


CG/SS/NS


(Release ID: 1624667) Visitor Counter : 265