প্রতিরক্ষামন্ত্রক

প্রতিরক্ষা সামগ্রী পরীক্ষা – নিরীক্ষার জন্য পরিকাঠামো খাতে প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং-এর ৪০০ কোটি টাকা বরাদ্দ

Posted On: 15 MAY 2020 6:30PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৫ই মে, ২০২০

 

 


দেশীয় প্রযুক্তিতে প্রতিরক্ষা বাহিনী  ও বায়ুসেনার জন্য ব্যবহৃত সরঞ্জাম তৈরির কাজে গতি আনতে প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং, উৎপাদিত সামগ্রীর পরীক্ষা – নিরীক্ষার জন্য উন্নত পরিকাঠামো গড়ে তুলতে ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছেন। বেসরকারী সংস্থাগুলির সঙ্গে আগামী ৫ বছরে এধরণের ৬ থেকে ৮টি পরীক্ষা – নিরীক্ষার ব্যবস্থা কেন্দ্র  গড়ে তোলা হবে। এর ফলে দেশে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের কাজে গতি আসবে। বিদেশ থেকে এধরণের সামগ্রী আমদানী কম করা যাবে এবং দেশ, আত্মনির্ভর হয়ে উঠবে। 


এই প্রকল্পে কেন্দ্র, ৭৫ শতাংশ অর্থের যোগান দেবে। বাকি ২৫ শতাংশ অর্থ আসবে ভারতীয় বেসরকারী সংস্থা এবং রাজ্য সরকারগুলিকে নিয়ে গঠিত একটি ব্যবস্থাপনা থেকে।   


প্রতিরক্ষা শিল্পের দুটি করিডরে উৎপাদিত সামগ্রীগুলির এই ব্যবস্থায় পরীক্ষা – নিরীক্ষা করা হবে। তবে, এধরণের পরিকাঠামো শুধুমাত্র ঐ করিডরের মধ্যেই  সীমাবদ্ধ থাকবে না।


এবিষয়ে বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন -

https://ddpmod.gov.in/sites/default/files/pdfupload/DTIS%20Guidelines.pdf

 

 


CG/CB/SFS



(Release ID: 1624237) Visitor Counter : 227