পর্যটনমন্ত্রক

কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের 'দেখো আপনা দেশ'এর ১৭তম সিরিজে "নীলা নদীর অন্বেষণ" শীর্ষক ওয়েবিনার

Posted On: 10 MAY 2020 7:55PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১০ মে, ২০২০

 

 


কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের 'দেখো আপনা দেশ'এর ১৭তম সিরিজে ৯ই এপ্রিল  "নীলা নদীর অন্বেষণ" শীর্ষক ওয়েবিনার বা ওয়েব ভিত্তিক সেমিনারের আয়োজন করা হয়।কেরালার অন্যতম নদী নীলা। ভ্রমণপিপাসুদের কাছে অদেখা স্থানগুলি সম্পর্কে    অপূর্ব  ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 দ্য ব্লু ইয়ান্ডারের প্রতিষ্ঠাতা গোপীনাথ পারায়ীল, লেখক ও গল্পকার অনিতা নায়ার এই ওয়েবিনার উপস্থাপন করেন। 'নীলা নদীর অন্বেষণ'এর  গল্প, সেখানে বসবাসকারী লোকদের কথা  এবং পর্যটন সংক্রান্ত নীতিগুলি তুলে ধরা হয় এখানে। প্রাকৃতিক দৃশ্য, ঐতিহ্য, স্থানীয় খাদ্য, উৎসব ও শিল্পকলা সম্পর্কেও বিভিন্ন কথা তুলে ধরেন উপস্থাপকরা।

 'দেখো আপন দেশ' ওয়েবিনার সিরিজের মূললক্ষ্য হল দেশীয় পর্যটনের প্রচার। বর্তমান লকডাউনের সময়ে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত সকল পক্ষের সুবিধার্থে এবং দেশের মানুষকে ভ্রমণের বিষয়ে  আগ্রহী করে তুলতে এই উদ্যোগ নিয়েছে।

এখন ওয়েব ভিত্তিক সেমিনার দেখা যাবে https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured%2520  এই ওয়েব সাইট এবং কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের নিজস্বসামাজিক মাধ্যমে।

আগামী ১২ মে বেলা ১১টায় "ওড়িশা :ভারতের  শ্রেষ্ঠত্ব সংরক্ষিত" শীর্ষক একটি ওয়েবিনারের আয়োজন করা হয়েছে।

 

 


CG/SS


(Release ID: 1622897) Visitor Counter : 201