বিদ্যুৎমন্ত্রক

কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা এনটিপিসি তার তিনটি বিদ্যুৎ কেন্দ্রে ১০০% প্ল্যান্ট লোডেড ফ্যাক্টর অর্জন করেছে

Posted On: 10 MAY 2020 5:05PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১০মে,২০২০

 

 


কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের অন্তর্গত  এবং ভারতের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা  ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড (এনটিপিসি)। চলতি বছরের ৯ ই মে পর্যন্ত এই সংস্থার তিনটি বিদ্যুৎ কেন্দ্র ১০০% প্ল্যান্ট লোড ফ্যাক্টর (পিএলএফ)  অর্জন করেছে।  মধ্যপ্রদেশের এনটিপিসি বিন্ধ্যাচল (৪৭৬০ মেগাওয়াট), ওড়িশায় এনটিপিসি তালচের কনাইহা (৩০০০ মেগাওয়াট) এবং  ছত্তিশগড়ে এনটিপিসি সিপাত (২৯৮০ মেগাওয়াট) ১০০ শতাংশ পিএলএফ অর্জন করেছে। কোভিড -১৯ মহামারীজনিত কারণে লকডাউন সত্ত্বেও অনন্য পরিচালন দক্ষতা এবং সর্বোত প্রয়াসের ফলে এই সাফল্য এসেছে।

এই সময়ে, ২০২০-২১ অর্থবর্ষে  হিমাচল প্রদেশের এনটিপিসি কোল্ডাম দেশের মধ্যে  অন্যতম সেরা জলবিদ্যুৎ কেন্দ্র হিসাবে উঠে এসেছে। এর আগে, এ বছরের ১৩ ই এপ্রিল, দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র এনটিপিসি বিন্ধ্যাচল ১০০% এরও বেশি  প্ল্যান্ট লোডেড ফ্যাক্টর  অর্জন করেছিল।

    বিদ্যুৎ উৎপাদন ছাড়াও এনটিপিসি কোভিড -১৯ পরিস্থিতির মধ্যে প্রান্তিক  এবং পরিযায়ী  শ্রমিকদের জন্য রেশন ও চিকিৎসা সহায়তা প্রদানের মাধ্যমে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছে। এনটিপিসি সারা দেশে তার সমস্ত প্রতিষ্ঠান  এবং বিদ্যুৎকেন্দ্রগুলিতে সামাজিক দূরত্ব বজায় রেখে কোভিড -১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে জারি হওয়া নির্দেশিকা  কঠোরভাবে অনুসরণ করে চলেছে।

     এনটিপিসি গোষ্ঠীর  মোট বিদ্যুৎ উৎপাদন  ক্ষমতা ৬২১১০ মেগাওয়াট। এনটিপিসির ৭০টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে ২৪টি কয়লা, ৭টি সংযুক্ত  গ্যাস / তরল জ্বালানী, ১ জল বিদ্যুৎ , ১৩টি পুনর্নবীকরণযোগ্য এবং ২৫টি যৌথভাবে পরিচালিত বিদ্যুৎ কেন্দ্র  রয়েছে।

 

 


CG/SS



(Release ID: 1622809) Visitor Counter : 142