রেলমন্ত্রক

রাজ্য সরকার নির্ধারিত যাত্রীদেরই কেবলমাত্র রেল ফিরিয়ে আনছে

प्रविष्टि तिथि: 02 MAY 2020 10:29PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২ মে, ২০২০

 



 রেলের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, বিভিন্ন জায়গায় আটকে পড়া পরিযায়ী  শ্রমিক, তীর্থযাত্রী, পর্যটক, শিক্ষার্থী এবং অন্যান্যদের জন্য যে কয়েকটি বিশেষ ট্রেনে চলছে, তা কেবলমাত্র রাজ্য সরকারগুলির অনুরোধেই চালানো হচ্ছে। অন্যান্য সমস্ত যাত্রীবাহী ট্রেন পরিষেবা স্থগিত রয়েছে।

 রাজ্য সরকার কেবলমাত্র যাদের ফিরিয়ে আনার জন্য  উদ্যোগ নিয়েছে, নির্ধারিত সেই যাত্রীদেরই কেবলমাত্র রেল ফিরিয়ে আনছে।

 অন্য কোনও যাত্রীদল বা ব্যক্তিকে  স্টেশনে আসতে নিষেধ  করা হয়েছে।  কোনও স্টেশনে টিকিট বিক্রি হচ্ছে না। রেল কেবল রাজ্য সরকারগুলির দাবি ছাড়া অন্য কোনও ট্রেন চালাচ্ছে না।

 অন্যান্য সমস্ত ট্রেন এবং শহরতলির ট্রেন স্থগিত রয়েছে।  অতএব, কারুর রেলস্টেশনে আসার প্রয়োজন নেই ।

রেলের পক্ষ থেকে সবাইকে এই পরামর্শ দেওয়া হয়েছে।  এ সম্পর্কে কোন ভ্রান্ত সংবাদ ছড়িয়ে দেওয়া উচিত নয়।

 

 


CG/SS


(रिलीज़ आईडी: 1620624) आगंतुक पटल : 299
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi , Tamil , Telugu , Kannada