প্রতিরক্ষামন্ত্রক
বায়ুসেনার চিতা হেলিকপ্টারের আপৎকালীন অবতরণ
Posted On:
16 APR 2020 10:34AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৬ এপ্রিল, ২০২০
হিন্দন থেকে বায়ুসেনার একটি চিতা হেলিকপ্টার, চন্ডীগড়ে যাওয়ার সময় সেটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। হেলিকপ্টারটি নিরাপদে আউটার রিং রোড মহাসড়কে অবতরণ করে। পাইলটের সঠিক সিদ্ধান্তের জন্য কোনো সম্পত্তির ক্ষতি হয় নি। হেলিকপ্টারটি লেহ থেকে কোভিড–১৯ এর পরীক্ষার জন্য কিছু নমুনা নিয়ে যাচ্ছিল। হিন্দন থেকে আরেকটি হেলিকপ্টার এসে ঐ নমুনাগুলিকে নিয়ে যায়। বিকল হওয়া হেলিকপ্টারটি মেরামতির পর হিন্দনে ফিরে যায়।
CG/CB
(Release ID: 1614941)
Visitor Counter : 136