রাষ্ট্রপতিরসচিবালয়

রাষ্ট্রপতি শ্রী রাম নাথ কোবিন্দের ইস্টার উপলক্ষে শুভেচ্ছা বার্তা

प्रविष्टि तिथि: 11 APR 2020 5:13PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ এপ্রিল, ২০২০

 

 

ভারতের রাষ্ট্রপতি শ্রী রাম নাথ কোবিন্দ ইস্টারের প্রাক্কালে তাঁর বার্তায় বলেছেন:-


পবিত্র ইস্টার উদযাপনে,আমি সমস্ত দেশবাসী এবং বিশেষত দেশ ও বিদেশের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের শুভেচ্ছা ও শুভ কামনা জানাচ্ছি।


এটাই বিশ্বাস যে এই ইস্টারের দিনে প্রভু যিশু খ্রিষ্ট পুনর্জীবন লাভ করেন।তাই এই পবিত্র দিনটি খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ ভক্তির সঙ্গে উদযাপন করেন।


ইস্টার, ভালবাসা,ত্যাগ এবং ক্ষমার মন্ত্রে মানুষকে উদ্বুদ্ধ করে। যিশু খ্রিস্টের বাণী থেকে শিক্ষা নিয়ে এবং একযোগে সারা মানবজাতির ভালোর জন্য আমরা কাজ করি।


এই উৎসব আমাদের একতা এবং কর্তব্যকে শক্তিশালী করুক। দেশ ও সমাজের সমৃদ্ধি ও ভাল থাকার বার্তা বহন করে আনুক। দেশ যখন কোভিড-19 সংক্রমণের বিরুদ্ধে লড়াই করছে তখন আমরা এই পবিত্র উৎসব বাড়ীতে থেকে পরিবারের সঙ্গে পালন করার সংকল্প গ্রহন করবো। সরকার যে সামাজিক দূরত্ব বজায় রাখা সহ অন্যান্য নির্দেশ দিয়েছে তা মেনে চলব।

 

 


CG/PPM


(रिलीज़ आईडी: 1613495) आगंतुक पटल : 121
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Tamil , Telugu , Malayalam