রেলমন্ত্রক

ভারতীয় রেল ২৫০০ কোচকে আইসোলেশন কোচে রূপান্তরিত করেছে। খুব অল্প সময়ের মধ্যেই এই লক্ষ্য পূরণ করেছে রেল

Posted On: 06 APR 2020 12:52PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৬ এপ্রিল, ২০২০

 

 


কোভিড-১৯ এর বিরুদ্ধে সারা দেশ যখন লড়াই চালাচ্ছে, তখন ভারতীয় রেলও তার শক্তি ও নিজস্বসম্পদ নিয়ে সামিল হয়েছে সেই প্রয়াসে। তাই খুব অল্প সময়েই রেল নির্ধারিত ৫ হাজার কোচের মধ্যে ২৫০০ কোচকে আইসোলেশন কোচে রূপান্তরিত করেছে। এই লকডাউনের সময় রেলের বিভিন্ন জোনে সীমিত সংখ্যক কর্মী কাজ করছে। এই প্রতিকূলতার মধ্যেও ভারতীয় রেল যে কোন রকম পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে ২৫০০ আইসোলেশন কোচ এবং ৪০হাজার আইসোলেশন বেড প্রস্তুত রেখেছে। প্রতিদিন গড়ে ৩৭৫টি কোচকে আইসোলেশন কোচে রূপান্তরিত করা হচ্ছে। দেশের ১৩৩টি জায়গায় এই ধরনের কাজ চলছে। স্বাস্থ্য মন্ত্রকের পরামর্শ মতো কোচগুলিতে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থাপনা রাখা হয়েছে। তবে এই ধরনের আইসোলেশন কোচগুলি কোভিড-১৯ মোকাবিলায় শুধু মাত্র আপৎকালীল পরিস্থিতিতেস্বাস্থ্য মন্ত্রকের সাহায্যার্থে ব্যবহার করা হবে বলে জানিয়েছে ভারতীয় রেল।

 



CG/SS


(Release ID: 1611599) Visitor Counter : 198