স্বরাষ্ট্র মন্ত্রক

জম্মু কাশ্মীরের বাসিন্দারা কেন্দ্রশাসিত অঞ্চলের সব সরকারী পদে আবেদনের যোগ্য - এই সংক্রান্ত নির্দেশিকা জারী করলস্বরাষ্ট্র মন্ত্রক

Posted On: 04 APR 2020 9:17AM by PIB Kolkata

নতুনদিল্লি, মার্চ ৪, ২০২০ 

 

 


কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পূর্বতন জম্মু-কাশ্মীর রাজ্যের আইনগুলির গ্রহন ও সংশোধনের জন্য ১ মার্চ এক নির্দেশ জারী করেছিল। এর ফলে নবগঠিত জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে কেন্দ্রীয় আইন জারী করায় সুবিধে হবে।


মন্ত্রকের জারী করা আরেকটি নির্দেশিকায় জানানো হয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চলের সব সরকারী পদে জম্মু-কাশ্মীরের বাসিন্দারা আবেদনের যোগ্য।



৩০ মার্চের গেজেট নোটিফিকেশনটি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন .


https://static.pib.gov.in/WriteReadData/userfiles/01.04.2020%20J&K%20Reorg%20(Adaptation%20of%20State%20Laws)%20Order,%202020.pdf



৩ এপ্রিলের  গেজেট নোটিফিকেশনটি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন .

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/04.04.2020%20J&K%20Domiciles%20eligible%20for%20all%20Govt%20Jobs.pdf




CG/CB


(Release ID: 1610983) Visitor Counter : 161