প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

কেরালার তিরুবনন্তপুরমে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন

प्रविष्टि तिथि: 23 JAN 2026 12:12PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ জানুয়ারি, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কেরালার তিরুবনন্তপুরমে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, কেরালার উন্নয়নে কেন্দ্রীয় সরকারের উদ্যোগ আজ নতুন গতি পেয়েছে। রাজ্যে রেল যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে এবং তিরুবনন্তপুরমকে একটি গুরুত্বপূর্ণ স্টার্ট-আপ হাব হিসেবে গড়ে তোলার জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। কেরালা থেকে দরিদ্র মানুষদের কল্যাণের জন্য এক নতুন উদ্যোগের সূচনা হল আজ। পিএম স্বনিধি ক্রেডিট কার্ডের মধ্য দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের রাস্তার হকার এবং যাঁরা শহরের ফুটপাতে কাজ করেন, তাঁদের সুবিধা হবে। এর জন্য তিনি কেরালা সহ সমগ্র দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন।

শ্রী মোদী বলেন, সমগ্র দেশ উন্নত ভারত গড়ার কাজে ঐক্যবদ্ধ হয়েছে। গত ১১ বছর ধরে কেন্দ্রীয় সরকার শহরাঞ্চলের পরিকাঠামো ক্ষেত্রে বিপুল বিনিয়োগ করেছে। শহরের দরিদ্র পরিবারগুলির কথা ভেবে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১ কোটির বেশি বাড়ি তৈরি হয়েছে। দেশজুড়ে এই যোজনায় ৪ কোটিরও বেশি বাড়ি তৈরি হয়েছে। কেরালাতেই শহরাঞ্চলে ১ লক্ষ ২৫ হাজার দরিদ্র পরিবার স্থায়ী ঠিকানা পেয়েছেন।

শ্রী মোদী বলেন, দরিদ্র পরিবারগুলির বিদ্যুতের বিল কমানোর জন্য পিএম সূর্য ঘর মুফত বিজলী যোজনা বাস্তবায়িত হচ্ছে। আয়ুষ্মান ভারত প্রকল্পে দরিদ্র নাগরিকরা ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। মাতৃ বন্দনা যোজনার আওতায় মহিলাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। কেন্দ্রীয় সরকার আয়করের সবোচ্চ সীমা ৫ লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি করায় মধ্যবিত্ত পরিবারগুলি উপকৃত হয়েছে। কেরালায় যেসব পরিবার মাসিক বেতনের ওপর নির্ভরশীল, তারাও উপকৃত হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, গত ১১ বছর ধরে ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে কোটি কোটি নাগরিককে যুক্ত করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখন দরিদ্র নাগরিক, তপশিলি জাতি ও উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী, মহিলা এবং মৎস্যজীবীরা সহজেই ব্যাঙ্ক থেকে ঋণ পান। কেন্দ্রীয় সরকার তাঁদের ঋণের গ্যারান্টার হয়। 

প্রধানমন্ত্রী আরও বলেন, অতীতে রাস্তার হকাররা কয়েকশ’ টাকা ধার নেওয়ার জন্য নানা সমস্যার সম্মুখীন হতেন। তাঁদের উচ্চহারে সুদ দিতে হত। কিন্তু, পিএম স্বনিধি প্রকল্পের কারণে অবস্থার পরিবর্তন হয়েছে। এই প্রথম লক্ষ লক্ষ হকার ব্যাঙ্ক থেকে সহজেই ঋণ পাচ্ছেন। ফলস্বরূপ, তাঁদের জীবিকার্জনে সুবিধা হচ্ছে এবং তাঁরা নতুন নতুন সুযোগ-সুবিধাকে কাজে লাগাতে পারছেন। 

শ্রী মোদী বলেন, কেন্দ্রীয় সরকার এই হকারদের সুবিধার জন্য ক্রেডিট কার্ডের ব্যবস্থা করেছে। আজ পিএম স্বনিধি ক্রেডিট কার্ড বিতরণ শুরু হয়েছে। কেরালার ১০ হাজার সুবিধাপ্রাপক এর ফলে উপকৃত হবেন। তিরুবনন্তপুরম শহরে ৬০০-র বেশি হকার এই কার্ড পেয়েছেন। অতীতে ক্রেডিট কার্ড শুধুমাত্র ধনী ব্যক্তিদের কাছেই থাকত, কিন্তু বর্তমানে রাস্তার হকাররাও স্বনিধি ক্রেডিট কার্ডের অধিকারী হচ্ছেন।

শ্রী মোদী বলেন, যোগাযোগ ব্যবস্থা, বিজ্ঞান, উদ্ভাবন এবং স্বাস্থ্য পরিষেবায় কেন্দ্রীয় সরকার উল্লেখযোগ্য হারে বিনিয়োগ করছে। কেরালায় সিএসআইআর ইনোভেশন হাবের উদ্বোধন হয়েছে। এছাড়াও, মেডিকেল কলেজে রেডিও সার্জারি সেন্টারের সূচনা হয়েছে। এর ফলে এই রাজ্য বিজ্ঞান, উদ্ভাবন এবং স্বাস্থ্য পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

প্রধানমন্ত্রী আরও বলেন, অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করার ফলে রাজ্যে রেল যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে। পর্যটন কেন্দ্রগুলিতে সহজেই যাতায়াত করা যাবে। গুরুভাইয়ুর এবং ত্রিশূরের মধ্যে নতুন যাত্রীবাহী ট্রেনের সূচনার ফলে তীর্থযাত্রীরা উপকৃত হবেন। এই প্রকল্পগুলি কেরালার উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে। তাঁর ভাষণের শেষে প্রধানমন্ত্রী বলেন, উন্নত ভারতের স্বপ্ন পূরণ করতে হলে উন্নত কেরালা গঠন জরুরি। এই রাজ্যের জনসাধারণের পাশে কেন্দ্রীয় সরকার সব সময়েই রয়েছে। তিনি রাজ্যবাসীকে আরও একবার শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে কেরালার রাজ্যপাল শ্রী রাজেন্দ্র আর্লেকর, মুখ্যমন্ত্রী শ্রী পিনারাই বিজয়ন, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ভি সোমান্না, শ্রী জর্জ কুরিয়ান, তিরুবনন্তপুরমের মেয়র শ্রী ভি ভি রাজেশ সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

 

SC/CB/DM


(रिलीज़ आईडी: 2217790) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Gujarati , Tamil , Kannada , Malayalam