যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

এমএসএমই এবং ছোট রপ্তানীকারকদের রপ্তানীর সুবিধা সহ ডাক চ্যানেল চালু হ’ল

प्रविष्टि तिथि: 20 JAN 2026 5:08PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ জানুয়ারি, ২০২৬ 

 

কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের অধীন ডাক দপ্তর ডাক চ্যানেলের মাধ্যমে রপ্তানীর জন্য শুল্ক হ্রাস, রপ্তানী করা পণ্যের উপর শুল্ক ও কর মকুব, রাজ্য ও কেন্দ্রীয় কর ও লেভির উপর ছাড় সহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধার ঘোষণা করেছে। কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক পর্ষদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৫ জানুয়ারি থেকে এগুলি কার্যকর হবে। 
রপ্তানীর সম্প্রসারণ ও সহজে রপ্তানীর লক্ষ্যে এটি এক বড় মাপের পদক্ষেপ, বিশেষ করে এমএসএমই, কারিগর, স্টার্টআপ এবং ছোট রপ্তানীকারক, যাঁরা স্বল্প বা মাঝারি মূল্যের আন্তর্জাতিক বরাতের সরবরাহ করার জন্য ডাক নেটওয়ার্কের উপর নির্ভর করেন, তাঁরা এর থেকে উপকৃত হবেন। আইজিএসটি-র স্বয়ংক্রিয় রিফান্ড ইতিমধ্যেই কার্যকর হয়েছে। এরপর, ডাক চ্যানেলের মাধ্যমে রপ্তানীর এই সুবিধা খরচ আরও কমাবে, নগদ অর্থের যোগান বাড়াবে এবং ভারতীয় রপ্তানীকারকদের প্রতিযোগিতা সক্ষম করে তুলবে। 
ডাক বিভাগ এবং সিবিআইসি-র যৌথ উদ্যোগে ডাকঘর রপ্তানী কেন্দ্রের মাধ্যমে ডাক চ্যানেলে রপ্তানী সংক্রান্ত যাবতীয় সুযোগ-সুবিধা এক ছাদের নীচে পাওয়া যাবে। বর্তমানে দেশে ১ হাজার ১৩টি ডাক রপ্তানী কেন্দ্র রয়েছে। এগুলির মাধ্যমে রপ্তানীকারকদের বুকিং, ডিজিটাল নথিবদ্ধকরণ ও শুল্ক ছাড়পত্রের মাধ্যমে বিশ্ব বাজারে প্রবেশের সুবিধা দেওয়া হয়। 
এই সুবিধাগুলি দেওয়ার জন্য ডাক রপ্তানী কেন্দ্র/সেলফ সার্ভিস পোর্টাল ও সীমাশুল্ক প্ল্যাটফর্মগুলিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে। একটি স্পষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর চালু করা হয়েছে। বৈদেশিক বাণিজ্য নীতি ২০২৩ এবং ব্যবসা করার সহজ পরিবেশ ও আন্তঃসীমান্ত ই-কমার্স এর প্রসারে সরকারের যে মনোযোগ রয়েছে, তার সঙ্গে এই পদক্ষেপগুলি সামঞ্জস্যপূর্ণ। 
ভারতীয় ডাক বিভাগ বর্তমানে রপ্তানী সংক্রান্ত যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান করে। ১৩৫টি দেশে বিস্তৃত এর ইন্টারন্যাশনাল ট্র্যাকড্‌ প্যাকেট সার্ভিস পরিষেবা আন্তঃসীমান্ত ই-কমার্স এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

 

SC/SD/SB


(रिलीज़ आईडी: 2216796) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Malayalam