ভূ-বিজ্ঞানমন্ত্রক
azadi ka amrit mahotsav

পরিবেশ ও আর্থিক সুরক্ষায় আন্দামান ও নিকোবরের জীববৈচিত্র্য রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ: ডঃ জিতেন্দ্র সিং

प्रविष्टि तिथि: 19 JAN 2026 12:15PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি, ২০২৬ 

 

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি, প্রধানমন্ত্রীর দপ্তর, পরমাণু শক্তি ও মহাকাশ প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বলেছেন, পরিবেশগত ও আর্থিক সুরক্ষায় আন্দামান ও নিকোবরের জীববৈচিত্র্য রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

শ্রী বিজয়পুরমে ভারতীয় প্রাণী সর্বেক্ষণ (জেডএসআই)-এর আন্দামান ও নিকোবর আঞ্চলিক কেন্দ্র সফরকালে তিনি এই দ্বীপপুঞ্জে জীববৈচিত্র্য রক্ষায় কৌশলগত গুরুত্বের কথা তুলে ধরেন। বিজ্ঞানী ও আধিকারিকদের একটি সভায় তিনি বলেন, এখানকার জীববৈচিত্র্য রক্ষায় অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগের পাশাপাশি, সংরক্ষণ ও সুস্থিতিশীল জীবন-জীবিকাকে রক্ষা করতে হবে। তিনি আরও বলেন, জীববৈচিত্র্য রক্ষা, জলবায়ুর সুস্থিতিশীলতা এবং সমুদ্র-কেন্দ্রিক আর্থিক অগ্রগতির ক্ষেত্রে জেডএসআই-এর বিভিন্ন পরিসংখ্যানের বিশেষ ভূমিকা রয়েছে।

ডঃ সিং জেডএসআই-এর মিউজিয়াম পরিদর্শন করেন। এটি এখানকার একটি উল্লেখযোগ্য পর্যটনস্থল। এখানে ছাত্রছাত্রী, গবেষক এবং পর্যটক সহ প্রতি বছর ৭৫ হাজার থেকে ১ লক্ষ মানুষের সমাগম ঘটে। 


১৯৭৭ সালে প্রতিষ্ঠিত আন্দামান ও নিকোবর আঞ্চলিক কেন্দ্রটি গত পাঁচ দশক ধরে বিজ্ঞানের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। জীববৈচিত্র্য নিয়ে গবেষণার ক্ষেত্রে এটি প্রধান কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। এখানকার বিজ্ঞানীরা ৮৫টি বই এবং ৮৫০টিরও বেশি গবেষণাপত্র দেশ-বিদেশের বিভিন্ন নামী পত্র-পত্রিকায় প্রকাশ করেছেন। 

 

SC/MP/SB


(रिलीज़ आईडी: 2216111) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Tamil , Telugu